1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাদুরের স্যুপ খাওয়ার ভিডিও ভাইরাল, থাইল্যান্ডে নারী গ্রেপ্তার

বাদুরের স্যুপ খাওয়ার ভিডিও ভাইরাল, থাইল্যান্ডে নারী গ্রেপ্তার
বাদুরের স্য়ুপ বানিয়ে খাচ্ছেন থাই নারী

বাদুরের স্য়ুপ বানিয়ে খাচ্ছিলেন এক থাই নারী। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন তিনি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পঞ্চানোক শ্রীসুনাকলুয়া নামে ওই নারী ভিডিওতে নিজেকে একজন শিক্ষিকা বলে দাবি করেছেন।

তার বিরুদ্ধে মূলত সংরক্ষিত প্রাণীদের খাওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে তার। এ ছাড়াও ১৩ হাজার ৮০০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে তাকে।

- Advertisement -

কিন সাব নুয়া নুয়া নামের ফেসবুক পেজে ওই ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে তাকে এশিয়ান হলুদ বাদুরের দুটি পাখনা ছিঁড়তে দেখা গেছে। উত্তর থাইল্যান্ডের একটি বাজার থেকে বাদুরগুলো কিনেছিলেন বলে তিনি দাবি করেছেন।

ওই নারী বাদুর দিয়ে ঝাল ঝাল ঝোল রান্না করেছিলেন। ভিডিওতে তিনি জানিয়েছিলেন, এই প্রথমবার বাদুরের স্যুপ খাচ্ছেন তিনি।

এদিকে এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওর মন্তব্যে জানিয়েছেন, মরতে হলে নিজে মরুন।

এই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছেন দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এভাবে বাদুর খাবেন না। বাদুর থেকে সরাসরি রোগ ছড়ায়। শ্বাসনালিতে সংক্রমণ হতে পারে।

- Advertisement -

Related Articles

Latest Articles