10.7 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

অর্থ আত্মসাতের মামলায় ই-ক্যাবের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

অর্থ আত্মসাতের মামলায় ই-ক্যাবের ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
মাহফুজা আক্তার

অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ওমেন এন্টারপ্রেনার্স ফোরামের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক ভুক্তভোগীর সঙ্গে ৫ লাখ টাকার প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

আজ বুধবার মাহফুজা আক্তারকে আদালতে পাঠানো হবে বলেও জানান মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

জানা যায়, চেক জালিয়াতি বা এনআই অ্যাক্ট মামলা করার পরিপ্রেক্ষিতে সমন জারি করে থানায় নির্দেশনা পাঠিয়েছে আদালত।প্রতারণা মামলায় তার নামে ওয়ারেন্ট হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। এক ভুক্তভোগীর সঙ্গে ৫ লাখ টাকার প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে ১৩৮ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

- Advertisement -

Related Articles

Latest Articles