27.7 C
Toronto
বৃহস্পতিবার, জুন ২০, ২০২৪

লোডশেডিংয়ে বদলে গেল বর!

লোডশেডিংয়ে বদলে গেল বর!
প্রতীকী ছবি

বিদ্যুৎ বিভ্রাটের জেরে বদলে গেল বর! অন্ধকারে বউয়ের বোনকেই বিয়ে করে ফেললেন পাত্র। রোববার ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। এবিপি

রমেশলালের দুই মেয়ে নিকিতা এবং কারিশমার বিয়ে একই দিনে হওয়ার কথা ছিল। সেই মতো এসেছিলেন দুই বরও। সেখানেই ঘটে এই অঘটন। বিয়ের সময়ই হঠাৎ লোডশেডিং হয়। সেই সময় চলছিল মালাদান পর্ব। এক বোনের বর তখন ভুল করে অন্ধকারে নিজের শ্যালিকার গলায় মালা পরিয়ে দেন।

- Advertisement -

পরে এই ঘটনায় দুই পরিবারের মধ্যে সমস্যা দেখা দেয়। এর ফলে ফের বিয়ে করতে বলা হয় সমস্যা মেটাতে। বর-কনেকে পরের দিন আবার অনুষ্ঠান করতে বলা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles