6.1 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সুদের হার আরও বৃদ্ধির ইঙ্গিত ম্যাকক্লেমের

সুদের হার আরও বৃদ্ধির ইঙ্গিত ম্যাকক্লেমের
ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকক্লেম

অর্থনীতিতে শ্লথতার ইঙ্গিত স্পষ্ট হলেও মূল্যস্ফীতি নামিয়ে আনতে সুদের হার আরও বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন ব্যাংক অব কানাডার গভর্নর টিফ ম্যাকক্লেম। হ্যালিফ্যাক্স চেম্বার অব কমার্সে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি স্থানীয় মূল্যের ওপর অব্যাহত চাপ সৃষ্টি করে চলেছে।

গভর্নর বলেন, মহামারি ও রাশিয়ার ইউক্রেন আক্রমণের মতো বৈশি^কব ঘটনা পণ্যমূল্য বাড়িয়ে দিয়েছে এবং কানাডিয়ান অর্থনীতিতে চাহিদা সরবরাহকে ছাপিয়ে যাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি সাময়িক বলে এর ব্যাংকের মূল্যায়ন ছিল তা ছিল অতিমাত্রায় আশাবাদিতা। বসন্তে অর্থনৈতিক কর্মকা- পুরোপুরি উন্মুক্ত করে দেওয়ার পর ভ্রমণ ও বিনোদনের মতো খাতে চাহিদা অস্বাভাবিক বেড়েছে, যা মূল্যস্ফীতিকে ত্বারিত করছে।
জুনে বার্ষিক মূল্যস্ফীতি ৮ দশমিক ১ শতাংশে পৌঁছানোর পর কানাডায় মূল্য বৃদ্ধির হার কমে আসে। এর প্রধান কারণ গ্যাসের মূল্য হ্রাস। আগস্টে বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৭ শতাংশ।

- Advertisement -

ব্যাংক অব কানাডা মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে। গভর্নর বলেন, কোর মূল্যস্ফীতির ওপর ব্যাংক ঘনিষ্ঠ নজর রাখা অব্যাহত রাখবে, সার্বিক মূল্যস্ফীতির তুলনায় যা কম অস্থিতিশীলপ্রবণ।

সুদের হার বৃদ্ধি কানাডায় অর্থনীতিকে অব্যাহতভাবে শ্লথ করতে থাকায় কিছু অর্থনীতিবিদ কানাডা মোটামুটি মন্দার মধ্যে পড়তে যাচ্ছে বলে পূর্বাভাস দিচ্ছেন।

ব্যাংক অব কানাডা গত ২৬ অক্টোবর পরবর্তী সুদের হার সংক্রান্ত ঘোষণা দিয়েছে। ওইদিন ব্যাংক তাদের সাম্প্রতিক মুদ্রানীতি প্রতিবেদনে অর্থনৈতিক প্রাক্কলনের হালনাগাদ তথ্য দেন।

কেন্দ্রীয় ব্যাংক মার্চ থেকে এ পর্যন্ত সুদের হার দশমিক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩ দশমিক ২৫ শতাংশে উন্নীত করেছে। ব্যাংক অব কানাডার ইতিহাসে এটাই দ্রুত সুদের হার বৃদ্ধির চক্র।

ম্যাকক্লেম তার বক্তব্যে বলেন, বৈশি^ক মূল্যস্ফীতি হ্রাসের কিছু ইঙ্গি পাওয়া যাচ্ছে এবং খাদ্য মূল্যস্ফীতি শিগগিরই কমে আসবে। তবে পণ্য মূল্য হ্রাস এবং বৈশি^ক সরবরাহ স্বাভাবিক হয়ে আসা মূল্যস্ফীতি নামিয়ে আনার জন্য যথেষ্ট নয়।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

 

- Advertisement -

Related Articles

Latest Articles