4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

দুর্যোগ পরবর্তীতে যা করবেন, যা করবেন না

দুর্যোগ পরবর্তীতে যা করবেন, যা করবেন না

ঘূর্ণিঝড় সিত্রাং আছড়ে পড়েছে বাংলাদেশ উপকূলে। আর এ সময়ে বসে থাকলে চলবে না। আপনাকে জানতে হবে দুর্যোগ চলে গেলে কী করতে হবে। তবে হতাশ হওয়া যাবে না। সঠিক সিদ্ধান্ত আপনার বড় ধরনের সহায়তা হবে। এ সময়ে ধৈর্য্য ধরে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

- Advertisement -

চলুন জেনে নেওয়া যাক করণীয়গুলো-

  • ঝড়ের কারনে রাস্তাঘাটের ওপর পড়ে থাকা গাছপালা সরিয়ে ফেলতে হবে যাতে সাহায্যকারী দল দ্রুত পৌঁছাতে পারে।
  • ক্ষতিগ্রস্তদের সাহায্য করুণ। সম্ভব হলে আপানার ভিটায় ক্ষতিগ্রস্তদের আশ্রয় দিন।
  • অতি দ্রুত উদ্ধার দল নিয়ে খাল, নদী, পুকুর ও সমুদ্রে ভাসা বা বনাঞ্চলে বা কাদার মধ্যে আটকে পড়া লোকদের উদ্ধার করুন।
  • শুধু এনজিও বা সরকারি সাহায্যের অপেক্ষায় বসে না থেকে নিজেই অন্যকে সাহায্য করুণ।
  • যারা দ্বীপের বা চরের নিকটবর্তী স্থানে কাদায় আটকে পরেছে তাদেরকে উদ্ধার করতে সাহায্য করুণ।
  • এ ছাড়াও ঝড় অল্প কমে গেলে বাহিরে বের হবেন না। পুরোপুরি ঝড় থামলে তবেই বের হবেন ঘর থেকে।
  • এ সময় সুযোগ হলে বৃষ্টির পানি সংরক্ষণ করুণ।
- Advertisement -

Related Articles

Latest Articles