2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৩ বিমানযাত্রী

অল্পের জন্য রক্ষা পেলেন ১৭৩ বিমানযাত্রী

অল্পের জন্য বড় রকমের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়ছে কোরিয়ান এয়ারের একটি উড়োজাহাজ। কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুযোর্গপূর্ণ আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে ফিলিপাইনের রানওয়ে থেকে ছিটকে পড়েছে ওই বিমান।

- Advertisement -

রয়টার্স বলছে, রোববার মধ্যরাতে ১৭৩ আরোহী নিয়ে বিমানটি ফিলিপাইনের সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে এ দুর্ঘটনার কবলে পড়ে।

রিপোর্ট, বাজে আবহাওয়ার মধ্যে বিমানটি রানওয়েতে অবতরণ করতে গিয়ে দুবার ব্যর্থ হয় পাইলট। এর পর তৃতীয়বার অনেকটা ঝুঁকি নিয়ে বিমানটি স্থানীয় সময় রোববার রাত ১১টা ৭ মিনিটে অবতরণ করান। এ সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি।

এতে যাত্রীবাহী প্লেনটির অনেকাংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের সবাই নিরাপদে আছেন। ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সেবু প্রদেশের ম্যাকটন দ্বীপের বিমানবন্দরটিতে দুর্ঘটনায় অর্নিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles