7.7 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

দেশে নতুন ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে

দেশে নতুন ৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে

দেশে নতুন করে আরও চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

- Advertisement -

বৃহস্পতিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- নাটোরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে প্রথম ৩টি বিশ্ববিদ্যালয়ের খসড়া আইনের ওপর মতামত দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া শরীয়তপুরের শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন-২০২২ প্রমিতকরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles