8.2 C
Toronto
সোমবার, অক্টোবর ২৫, ২০২১

আরিয়ানের জন্য কাজ হারাচ্ছেন শাহরুখ!

শাহরুখ খান

মাদককাণ্ডে নাম জড়িয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানের। আরিয়ান বর্তমানে কারাগারেই আছেন। আর অন্যদিকে ছেলের এই কর্মকাণ্ডে বাবাকে পোহাতে হচ্ছে নানান ঝামেলা। কাজ হারাচ্ছেন শাহরুখ খান।

শাহরুখের হাতে অনেক সিনেমার কাজই থাকলেও ছেলেকে নিয়ে সারাদিন থাকায় কাজেও আসতে পারছেন না। তাই শাহরুখের অবর্তমানে তারই সিনেমার কাজ চালাচ্ছেন প্রশান্ত ওয়ালদে। যাকে মূলত শাহরুখের ডাবল বডি বলা হয়। এই মুহূর্তে অ্যাটলি পরিচালিত শাহরুখের আগামী ছবির শুটিংয়ের বাকি অংশগুলোতে কাজ করছেন প্রশান্ত। এমনকি বেশ কিছু কমার্শিয়াল বিজ্ঞাপনে কাজ করছেন তিনি।

প্রশান্ত জানান, ‘অ্যাটলির সঙ্গে ছবির শুটিং পরিকল্পনা অনুযায়ী চলছে। অন্যান্য বিজ্ঞাপনগুলোরও কাজ চলছে। গত ২০ দিন ধরে আমি এইসব শুটিংয়ের কাজগুলো করছি। সাম্প্রতিককালেও এটার কোনো পরিবর্তন হয়নি। একমাত্র পরিবর্তন হলো, শাহরুখ আজকাল সেটে আসছেন না।’

প্রশান্ত আরও জানান, ‘আমরা সবাই আমাদের ভিসা পেয়েছি, কিন্তু কবে স্পেনে যাব এবং শাহরুখ স্যার আমাদের সঙ্গে থাকবেন কি না তা জানি না। আসলে আমি জানি না তিনি কবে সেটে ফিরবেন। কিন্তু আমরা নিশ্চিত যে, তিনি যা সিদ্ধান্ত নেবেন, তা আমাদের সবার জন্যই ভালো হবে।’

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী কার্ডেলিয়া নামের পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর কর্মকর্তাদের দীর্ঘ ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদে মাদক গ্রহণের কথা স্বীকার করেছেন আরিয়ান। তাকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে- ৩০ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে।

আগামী বুধবার (১৩ অক্টোবর) পরবর্তী জামিনের শুনানির দিন ধার্য করেছে মুম্বাই সেশন আদালত।

- Advertisement - Visit the MDN site

Related Articles

- Advertisement - Visit the MDN site

Latest Articles