8 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে ২ রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে ২ রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা নেতাকে (মাঝি) উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার থাইংখালী তাজনিমারখোলা সংলগ্ন ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন ১৩ নম্বর থাইংখালী এফ ব্লকের হেড মাঝি মোহাম্মদ আনোয়ার (৩৮) ও এফ-২ ব্লকের সাবমাঝি মৌলভি মোহাম্মদ ইউনুস (৩৮)।

এ বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ কালের কণ্ঠকে জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে ১৫-২০ জনের দুষ্কৃতকারী দল ১৩ নম্বর উখিয়া থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়ে।

এ সময় তারা এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার ও এফ-২ ব্লকের সাবমাঝি মৌলভি ইউনুসকে দেশি অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে ইউনুস মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতকারীদের ধরতে এপিবিএনের একাধিক দল অভিযান পরিচালনা করছে।

সূত্র : কালেরকন্ঠ

- Advertisement -

Related Articles

Latest Articles