5.2 C
Toronto
মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২

বীরের ছবি দেখিয়ে সবাইকে ‘সাবধান’ করলেন বুবলী!

Shobnom Bubly : বীরের ছবি দেখিয়ে সবাইকে ‘সাবধান’ করলেন বুবলী! - the Bengali Times

পুত্র শেহজাদ খান বীরকে নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা বুবলী। প্রতিনয়ত ফেসবুকে নিজের সাথে আপলোড দিচ্ছেন বীরের ছবি। কখনও ছোট্ট বীরকে দেখা যাচ্ছে পাঞ্জাবি, টুপিতে আবার কখনও দেখা যাচ্ছে জিন্স, হুডি, রোদ চশমায় তাক লাগানো লুকে।

- Advertisement -

এদিকে প্রকাশ্যে এসেই তারকাবনে গেছেন সুপারস্টার শাকিব খানের ছেলে বীর। সর্বশেষ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে ছেলের কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন মা বুবলী। মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, গলায় চেইন, হাতে ব্রেসলেট— সব মিলিয়ে ইয়ো ইয়ো বেশে বীর! ক্যাপশনেও এনেছেন নতুনত্ব। লেখেন, ‘সবাই সাবধান! শহরে নতুন বাপজান।’


মুহূর্তেই বীরের ছবিগুলো ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যম গুলোতে। লাইক কমেন্টে ভরিয়ে দেন নেটিজেনরা। তাদের কেউ কেউ ‘ছোট খান’, ‘ওহ্! রোমিও’ বলেও সম্বোধন করেন শাকিব-বুবলীর খুদে বীরকে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা।

- Advertisement -

Related Articles

Latest Articles