9.4 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা সবাইকে কোভিড পরীক্ষার পরামর্শ

আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা সবাইকে কোভিড পরীক্ষার পরামর্শ - the Bengali Times I Bengali Newspaper in Canada
ছবি/লারস হ্যাগবার্গ, রয়টার

ইলেকশন্স কানাডা জানিয়েছে, ৯৭৫ কিংসটন রোডের কিংসটন রোড ইউনাইটেড চার্চের আরও এক কর্মী ১১-১২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত অগ্রীম ভোটের কাজ করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা সবাইকে এরই মধ্যে চিহ্নিত করে তাদের কোভিড পরীক্ষার পরামর্শ দিয়েছে টিপিএইচ।

২৫৭০ সেন্ট ক্লেয়ার এভিনিউ ইস্টের প্রেসটেইন হাইটস এলিমেন্টারি স্কুলের স্থাপিত ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী এক ভোটকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। ইলেকশন্স কানাডার পক্ষ থেকে টরন্টো জনস্বাস্থ্য বিভাগকে (টিপিএইচ) বিষয়টি অবহিত করার পর পূর্ব টরন্টোর ভোটকেন্দ্রে যাওয়া ব্যক্তিদের নিজ উদ্যোগে কোভিড-১৯ এর উপসর্গ পরীক্ষা করে দেখতে বলা হয়েছে। ভোট কর্মীদের সংস্পর্শে আসার কারণে কারও মধ্যে উপসর্গ দেখা দিলে তাদেরকে কোভিড পরীক্ষা করিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে টিপিএইচ।

- Advertisement -

আক্রান্ত ভোটকর্মী সকাল সাড়ে ৯টায় ভোটকেন্দ্র খোলা থেকে শুরু করে রাতে ভোট গণনা পর্যন্ত সেখানে ছিলেন। টরন্টো জনস্বাস্থ্য বিভাগ থেকে বৃহস্পতিবার এক নোটিশে বলা হয়েছে, ওই ভোটকেন্দ্র উপস্থিত সবাইকে নিজ উদ্যোগে নিজের ওপর খেয়াল রাখার এবং উপসর্গ দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে কোভিড পরীক্ষার আহ্বান জানানো হচ্ছে। সাধারণ জনগণ থেকে শুরু করে কর্মীদের এ আহ্বান জানানো হচ্ছে, এমনকি তারা পুরোপুরি ভ্যাকসিনেটেড হলেও।

- Advertisement -

Related Articles

Latest Articles