2.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

লিফটে আটকে শিক্ষিকার করুণ মৃত্যু

লিফটে আটকে শিক্ষিকার করুণ মৃত্যু

নিজ স্কুলের লিফটের দরজায় আটকে ২৬ বছর বয়সী এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। মূলত লিফটে প্রবেশ করতে গিয়ে দরজায় আটকে যায় ওই শিক্ষিকার শরীর। সেই অবস্থাতেই চলতে শুরু করে লিফটটি। এতে গুরুতর আহত হয় তিনি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উত্তর মুম্বাইতে অবস্থিত মালাডের চিনচোলি বান্দরের সেন্ট মেরি ইংলিশ হাই স্কুলে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।

- Advertisement -

পুলিশ জানিয়েছে, জেনেল ফার্নান্দেস নামের ওই শিক্ষিকা দুপুর ১টার দিকে দ্বিতীয় তলায় স্টাফ রুমে যাওয়ার জন্য ষষ্ঠ তলায় অপেক্ষা করছিলেন। লিফটে ঢোকার সাথে সাথে তার দরজা বন্ধ হয়ে যায়। আর লিফটটি চলতে শুরু করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্কুলের কর্মীরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন :: ‘বাড়াবাড়ি’ করলে ছাড় নয়

মুম্বাই জোন ১১-এর পুলিশ কমিশনার বিশাল ঠাকুর বলেছেন, যখন তিনি লিফটে প্রবেশ করেন, তখন সেটির দরজা বন্ধ হয়ে যায় এবং লিফটটি চলতে শুরু করে এবং তিনি আটকে যান।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তের সময়, আমরা একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত করেছি। যদি কোনো গাফিলতি বা অপরাধ খুঁজে পাওয়া যায়, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles