15.8 C
Toronto
বুধবার, মে ১, ২০২৪

নুসরাতের মা হওয়া নিয়ে যা বললেন কোয়েল

নুসরাতের মা হওয়া নিয়ে যা বললেন কোয়েল - the Bengali Times I Bengali Newspaper in Canada

কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান মা হয়েছেন। গেলো ২৬ আগস্ট দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সন্তান জন্মের পর নবজাতকের পিতৃপরিচয় লুকিয়ে বেশ কটাক্ষের মুখে পড়েন নায়িকা। অবশ্য পরে জানা গেছে, অভিনেতা যশ দাশগুপ্তই নুসরাতের সন্তানের বাবা।

- Advertisement -

নুসরাতের মা হওয়া নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা হয়েছে। এবার বিষয়টি নিয়ে মন্তব্য করলেন টালিউডের প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক।

ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘নুসরাত যখন মা হয়েছিল, ওকে শুভেচ্ছা জানিয়েছিলাম। মনে হয়েছিল, একজন মা যখন সন্তানের জন্ম দেন, তাকে ঘিরে একটা পজ়িটিভিটি থাকা দরকার। ও (নুসরাত) নিজের জীবনে যেটা ঠিক বলে মনে করেছে, সেটাই করেছে। তার ফলাফলের মুখোমুখি ওকেই হতে হবে, অন্য কাউকে নয়। তাই বাইরে থেকে মন্তব্য করাটাও এ ক্ষেত্রে একেবারেই অনুচিত।’

তিনি আরও বলেন, ‘নুসরাতকে পরামর্শ দেওয়ার অধিকার তাদেরই রয়েছে, যারা জীবনের প্রতিটা মুহূর্তে ওর পাশে থাকেন, যারা ওর সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। কোনও দায়িত্ব ছাড়াই বাইরে থেকে উপদেশ দিয়ে চলে যাওয়া খুব সহজ। কারও মূল্যবোধ বা আদর্শের সঙ্গে আমার না-ই মিলতে পারে, কিন্তু সেটা নিয়ে বিচার বা মন্তব্য করার কোনও অধিকার আমার নেই।’

সেই সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কোয়েল জানান, ‘আমি আর রানে (কোয়েলের স্বামী) দু’জনেই খুব প্রাইভেট পার্সন। পাবলিক ডিসপ্লে অফ অ্যাফেকশন আমাদের আসে না। আমার সন্তানেরও একটা ব্যক্তিগত জীবন আছে। তবে দর্শক-ফ্যানদের একটা আগ্রহ আছে, বুঝতে পারি। তাই মাঝে মাঝে ছবি দিই। তবে পেশা আর পরিবারের মধ্যে খুব স্পষ্ট একটা দেওয়াল তোলা রয়েছে আমার।’

সূত্র: আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles