3.6 C
Toronto
রবিবার, এপ্রিল ২১, ২০২৪

বিয়ে হলেও রেহাই মেলেনি তরুণীর, তুলে নিয়ে সর্বনাশ করেই ছাড়ল বখাটে

বিয়ে হলেও রেহাই মেলেনি তরুণীর, তুলে নিয়ে সর্বনাশ করেই ছাড়ল বখাটে

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৮ বছর বয়সী তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণীর নানা।

- Advertisement -

অভিযুক্তের নাম মো. ইব্রাহিম। তিনি গফরগাঁও উপজেলার চরআলগী নয়াপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মা-বাবা মারা যাওয়ায় নানাবাড়িতে বড় হয়েছেন ওই তরুণী। স্কুলে পড়ার সময় আসা-যাওয়ার পথে তাকে নানাভাবে কুপ্রস্তাব দিতেন ইব্রাহিম। উপায় না পেয়ে লেখাপড়া শেষ হওয়ার আগেই নাতনিকে বিয়ে দেন নানা।

বিয়ে হলেও পিছু হটেননি ইব্রাহিম। তরুণীর স্বামীর বাড়িতে গিয়ে উত্ত্যক্ত করতেন। এ নিয়ে গৃহবধূর সংসারে দেখা দেয় অশান্তি। কিছুদিন আগে নানাবাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। বুধবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন তিনি। এ সময় তাকে নিজ বাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করেন ইব্রাহিম ও তার সহযোগীরা।

বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী গৃহবধূকে মারধর করেন ইব্রাহিমের পরিবারের লোকজন। একই সঙ্গে তার নানাকে থানায় মামলা না করার হুমকি দেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গফরগাঁও থানায় মামলা করেছেন ভুক্তভোগীর নানা। অভিযুক্তদের গ্রেফতারে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles