9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

যে কারণে কাতার বিশ্বকাপ বয়কট করলেন ফিলিপ লাম

যে কারণে কাতার বিশ্বকাপ বয়কট করলেন ফিলিপ লাম

এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কাতার মানবাধিকার লঙ্ঘনের তালিকায় শীর্ষ পর্যায়ে থাকা একটি দেশ। আর তাই জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার ফিলিপ লাম কাতার বিশ্বকাপ বয়কটের ঘোষণা দিয়েছেন।

- Advertisement -

ফিফা র‌্যাংকিংয়ে ১১৩ তম মধ্যপ্রাচ্যের এই তেলসমৃদ্ধ দেশের অর্থের কাছে নতি স্বীকার করে বিশ্বকাপের স্বত্ত্ব দেয়ায় ফিফার সমালোচনা করেছেন অনেকে।

ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং জার্মান ফুটবল ফেডারেশনের ২০২৪ ইউরো আয়োজনের টুর্নামেন্ট ডিরেক্টর ফিলিপ লাম বলেছেন, ‘আমি কাতারে যাবো না। বিশ্বকাপ ঘরে বসে দেখবো।

বিশ্বকাপের মতো টুর্নামেন্ট কোন দেশকে দেয়ার আগে তাদের মানবাধিকারের বিষয়টি অবশ্যই দেখা উচিত। মানিবাধিকারে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে থাকা কোনো দেশকে বিশ্বকাপ উপহার দেয়া হলে অবশ্যই আপনার মনে বিশ্বকাপের আয়োজক হতে দেয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দেবে।’ কাতার বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পায় ২০১০ সালে।

২০২১ সালে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান প্রতিবেদন প্রকাশ করে যে, বিশ্বকাপের আয়োজনে দেশটিতে অন্তত সাড়ে ছয় হাজার শ্রমিক মারা গেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles