0.7 C
Toronto
শনিবার, মার্চ ২৫, ২০২৩

‘ডিভোর্স পার্টির’ পরদিন মোবাইলে মেসেজ, ঘুরে গেল তরুণীর জীবনের মোড়

‘ডিভোর্স পার্টির’ পরদিন মোবাইলে মেসেজ, ঘুরে গেল তরুণীর জীবনের মোড়

বিচ্ছেদ মানেই তিক্ততা–এই কথাটিতে ভুল প্রমাণ করতেই বিয়ে ভাঙার ‘আনন্দে’ ডিভোর্স পার্টির আয়োজন করেছিলেন এক তরুণী। সেই পার্টিই জীবনের মোড় ঘুরিয়ে দেয় তার।

- Advertisement -

অস্ট্রেলিয়ার তরুণী গ্যাব্রিয়েলা ল্যান্ডলফি ২০১৯ সালে আয়োজন করেছিলেন ওই ডিভোর্স পার্টির। তিনি ওয়েটার হিসেবে নিয়োগ করেছিলেন কয়েকজনকে।

ডিভোর্স পার্টির পরদিনই মোবাইলে একটি টেক্সট মেসেজ পান গ্যাব্রিয়েলা। তিনি ঠিক আছেন কি না জানতে চেয়ে মেসেজটি করেছিলেন ওই পার্টিতে গ্যাব্রিয়েলার ভাড়া করা ওয়েটার জন। সেই মেসেজ থেকেই শুরু।

এরপর আস্তে আস্তে জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান গ্যাব্রিয়েলা। এক সময় জনকে বিয়েও করেন তিনি। গ্যাব্রিয়েলা ভুলেও ভাবেননি ডিভোর্স পার্টি থেকেই পাবেন নতুন জীবনসঙ্গীর খোঁজ।

- Advertisement -

Related Articles

Latest Articles