2.9 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

একটি ক্ষুদ্র সুসংবাদ

একটি ক্ষুদ্র সুসংবাদ
ফাইল ছবি

আমার জন্যে এবং আমার শুভানুধ্যায়ীদের জন্যে একটি ক্ষুদ্র শুসংবাদ, আমার ‘মাইন্ডস্কেপ’ এর ৭০তম ছবি ‘মী এন্ড মাই গিল্ড’ বাংলাদেশ জাতীয় জাদুঘর সংগ্রহে নিয়েছে। যে কনো শিল্পীর ছবি দেশের জাতীয় জাদুঘরে থাকা অল্পসল্প সন্মানের কথা। মৃত্য ও জীবীত দুই-দুই চারজনকে উৎসর্গিত করলাম এই প্রাপ্তী। বেঁচে থাকতে স্থপতি ও কবি রবিউল হোসাইন ও একজন জাদুঘরের ছবি নির্বাচক ছিলেন।

প্রায় ধমকাতেন-এই,তুমি জাদুঘরের জন্যে ছবি দিচ্ছো না কেন? তিনি মারা যাওয়ার পর বুঝে ছিলাম এই আন্তরিকতার গুরত্ব। বিশেষ করে বেঙ্গল গ্যালারীতে আমার প্রদর্শনীতে এই ছবিটি তিনি পছন্দ করে ছিলেন জাদুঘরের জন্যে। বন্ধু ইশরাত আকন্দও আজ নেই তারও খুব পছন্দ ছিলো ছবিটি,প্রায় নিয়ে যেতে চাইতো।

- Advertisement -

২০১৩ সালে ঢাকার বেঙ্গল গ্যালারীতে ১৫তম একক প্রদর্শনীর ক্যাটালগের প্রচ্ছদে শিল্পীবন্ধু তাজউদ্দীন আহমেদ পছন্দ করে দিয়ে ছিলো এই ছবিটি। আর তরুণ কবিবন্ধু কবীর হোসেন তাপস ২বছর করোনাকালে ছবিটি সন্তানের মত যত্নে রেখে ছিলো তার বাংলা মটর্স অফিসে এবং সময় মত জাদুঘরে পৌঁছেও দিয়েছে।

স্কারবোরো, অন্টারিও, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles