17 C
Toronto
সোমবার, মে ২৭, ২০২৪

এবার সত্যি মা হতে চলেছেন বিপাশা বসু!

Bipasha Basu : এবার সত্যি মা হতে চলেছেন বিপাশা বসু! - the Bengali Times

বলিউড অভিনেত্রী বিপাশা বসু মা হতে চলেছেন। কিছুদিন আগেই নিজেদের ষষ্ঠ বিবাহবার্ষিকী উদ্‌যাপন করেছেন বিপাশা বসু ও করণ সিং দম্পতি। বিয়ের ছয় বছরের মাথায় মা-বাবা হতে চলেছেন এই দম্পতি।

- Advertisement -

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিপাশা-করণের সংসারে আগমন হতে যাচ্ছে নতুন সদস্যের। তবে এখন অবধি সোশ্যাল মিডিয়ায় বিপাশা-করণের কেউই অফিশিয়ালি কিছু ঘোষণা করেননি।

জানা গেছে, খুব শিগগিরই তাদের ভক্ত-অনুরাগীদের জন্য খবরটি শেয়ার করবেন। ২০১৬ সালের ৩০ এপ্রিল অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিপাশা।

দেখতে দেখতে ছয় বছর পার করলেন করণ-বিপাশা। অ্যালোন সিনেমায় অভিনয়ের সময় একে অপরের প্রেমে পড়েন বিপাশা-করণ। যদিও প্রথমে করণের সঙ্গে বিপাশার বিয়েতে মত ছিল না বিপাশার পরিবারের।

২০০৮ সালে সহ-অভিনেত্রী শ্রদ্ধাকে বিয়ে করেছিলেন করণ, মাত্র ১০ মাস টিকেছিল সেই বিয়ে। এরপর টেলিভিশনের হার্টথ্রব নায়িকা জেনিফার উইংগেটের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন করণ। তিন বছরের মাথায় ২০১৪ সালে সেই বিয়েও ভেঙে যায়।

- Advertisement -

Related Articles

Latest Articles