1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ডিম ভেবে গলফ বল গিলে ফেললো সাপ! অতঃপর…

ডিম ভেবে গলফ বল গিলে ফেললো সাপ! অতঃপর...

মুরগির ডিম ভেবে শক্ত প্লাস্টিকের এক জোড়া বল গিলে বিপাকে পড়েছিল একটি সাপ। তবে বনকর্মীদের সাহায্যে এ যাত্রায় প্রাণ বেঁচে গেছে তার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নর্দার্ন কলোরাডো ওয়াইল্ডলাইফ সেন্টারে ঘটেছে এ ঘটনা।

- Advertisement -

গত মঙ্গলবার (২৬ জুলাই) ফেসবুকের এক পোস্টে ঘটনার বর্ণনা তুলে ধরেছে মার্কিন কর্তৃপক্ষ। তাদের কথায়, এমন ঘটনা আমরা রোজ রোজ দেখি না। দুটি গলফ বল গিলে ফেলার পর এই বুলস্নেককে সাহায্য করার জন্য আমাদের ডাকা হয়েছিল। সাপটি একটি মুরগির খাঁচার বেড়ার মধ্যে আটকে ছিল। এটি গলফ বলকে মুরগির ডিম ভেবে ভুল করেছিল।

উদ্ধারকারী দলের দুই কর্মী এরপর বিশেষ কৌশলে সাপের পেট থেকে বল দুটি বের করেন। এতে তাদের সময় লাগে আধা ঘণ্টার মতো।

বলগুলো সাপের পেটের ভেতর আটকে ছিল। সেগুলো দ্রুত বের করা না হলে সাপটি মারা যেতে পারতো।

পোস্টের সঙ্গে ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে ওয়াইল্ডলাইফ সেন্টার কর্তৃপক্ষ। এতে সাপের পেট থেকে বের করা হলুদ রঙের দুটি বলও দেখা যায়।

সূত্র: এনডিটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles