14.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

গ্রিন পার্টির নেতৃত্বে টানাপড়েন

গ্রিন পার্টির নেতৃত্বে টানাপড়েন
নির্বাচিত দুই এমপির সঙ্গে অনামী পল

জাতীয় নির্বাচনে তৃতীয়বারের মতো অনুত্তীর্ণ হন গ্রিন পার্টির নেতা অনামী পল। টরন্টো সেন্টার থেকে এবার চতুর্থ হন তিনি। দলের এবারের আসন সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি। তারা ভোট পেয়েছে ২ দশমিক ৩ শতাংশ। গত নির্বাচনের যেখানে তাদের প্রাপ্ত ভোটের হার ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ। দলের মধ্যে কয়েক মাস ধরে চলা টানাপড়েন শেষে গ্রিন পার্টির নেতৃত্ব ছাড়ছেন অনামী পল। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে লড়াই চালিয়ে যাওয়ার জন্য যে ধরনের হৃদয়ের দরকার, আমার তা নেই।

টরন্টোতে গত সোমবার সকালে পদত্যাগের ঘোষণা দেন অনামী পল। জাতীয় নির্বাচনের এক সপ্তাহ পর এ ঘোষণা দিলেন তিনি। নির্বাচনে গ্রিন পার্টি হাউজ অব কমন্সে তাদের অবস্থা শক্তিশালী করতে ব্যর্থ হয়েছে। কারণ, নির্বাচনে তাদের ভোটের হিস্যা কমে গেছে।

- Advertisement -

পল বলেন, নেতৃত্বের পর্যালোচনা শুরুর হওয়ার তথ্য জানার পর দলীয় নেতৃত্ব অব্যাহত রাখা উচিত কিনা সাম্প্রতিক দিনগুলোতে নিজেকে সেই প্রশ্ন করেছি। এজন্য যে ধরনের হৃদপিন্ড দরকার তা আমার নেই বলে মনে হয়েছে। আমি জানি, এর ফলে কেউ কেউ হতাশ হবেন এবং সমর্থকরা চাইবেন আমি যেনো দায়িত্ব চালিয়ে যাই। তাই সিদ্ধান্তটি গ্রহণ আমার জন্য মোটেই সহজ ছিল না। এটা আমার জন্য সত্যিই খুব বেদনার। অনেকদিক থেকেই এটা আমার জীবনের সবচেয়ে বাজে সময়। কিন্তু আমি একা নই, আপনারাও একা নন।

নির্বাচনের কয়েক সপ্তাহ আগে গ্রিন পার্টির নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার একটি উদ্যোগ রুখে দেন অনামী পল। কিন্তু নির্বাচনের পর স্বয়ংক্রিয়ভাবেই পর্যালোচনার সম্মুখীন হতে হয়েছে তাকে। সোমবার তিনি বলেন, আমার পদত্যাগ ও নতুন নেতা খোঁজার প্রক্রিয়া শুরু করতে দলের জাতীয় কাউন্সিলের সঙ্গে আমি যোগাযোগ করেছি।

- Advertisement -

Related Articles

Latest Articles