19.6 C
Toronto
সোমবার, জুন ২৭, ২০২২

বাগানের সৌন্দর্যই কাঠবেড়ালি

- Advertisement -
বাগানের সৌন্দর্যই কাঠবেড়ালি
ছবি/ জাভেদ ইকবাল

দুষ্টুটাকে যে এতো বকা ঝকা করি, শাসাই; আবার ব্যাকিয়ার্ডে গিয়ে তাকে না দেখতে পেলে এমন অস্থির লাগে..।

দুষ্টু বাচ্চা স্কুলে গেলে ফাঁকা ঘরে মায়ের মনে যেমন অস্থিরতা পেয়ে বসে! গাছ, বাগানের সৌন্দর্যই কাঠবেড়ালি।

থাক, বুঝলে হয়তো গাছ নষ্ট করতো না, টব খুড়তো না। সব কপালের দোষ।

তবে নতুন গজানো ধইন্যা পাতায় যদি হাত দিছিস চান্দু!.. তোর একদিন কি..

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles