16.1 C
Toronto
সোমবার, জুন ২৭, ২০২২

এই অনুভূতি কোনো সংজ্ঞায় বাঁধা যায় না: পরীমনি

- Advertisement -
এই অনুভূতি কোনো সংজ্ঞায় বাঁধা যায় না: পরীমনি
পরীমনি

দাম্পত্য জীবন ও মাতৃত্বকাল দুটোই দারুণ উপভোগ করছেন পরীমনি। সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের সেই অনুভূতির কথা নিয়মিত জানিয়েও দিচ্ছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা।

এবার তিনি জানালেন— মাতৃত্বের অনুভূতি কোনো সংজ্ঞায় বাঁধা যায় না।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে একটি ছবি পোস্ট করেছেন পরীমনি।

ছবিতে দেখা যাচ্ছে, স্বামী শরিফুল রাজের কোলে হেলান দিয়ে নির্মল বাতাস নিচ্ছেন পরীমনি। সাদা পোশাকে পরম যত্নে নিজের বেবিবাম্প আগলে রেখেছেন পরী। তার কপালে চুমু আঁকছেন রাজ।

সবুজ প্রকৃতির মাঝে এসব আয়োজনই অনাগত সন্তানের জন্য। পরীমনির ছবি দেখে তা যে কেউ বুঝে নেবে।

সেই ছবিটির মায়ায় পড়েছেন পরীমনি নিজেই। নিজের চোখ সরাতে পারছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আমি এত এতবার লিখতে চেয়েছি কিছু …পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই একমনে চেয়ে থাকি। কী যে মায়া! এমন মায়ার মুহূর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।’

প্রসঙ্গত, পরীমনি গত ১০ জানুয়ারি আচমকা গণমাধ্যমে জানান, অন্তঃসত্ত্বা তিনি। এ সন্তান রাজের। গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। পরে ২২ জানুয়ারি তারা পুনরায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles