25.3 C
Toronto
শনিবার, জুন ২৫, ২০২২

এক ছবিতে সারা, জাহ্নবী, অনন্যা! বলিউডের নতুন ধামাকা

- Advertisement -
এক ছবিতে সারা, জাহ্নবী, অনন্যা! বলিউডের নতুন ধামাকা
ছবি সংগৃহীত

করন জোহর মানেই ঝাঁ-চকচকে সেট, সুন্দর লোকেশন, সঙ্গে তারকার মেলা। আপাতত মুক্তির অপেক্ষায় করন প্রযোজিত ছবি ‘যুগ যুগ জিয়ো’। তার পরেই মুক্তি পাবে তার আগামী ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। অনেক দিন পরে আবার পরিচালক করনকে ফিরে পাবেন দর্শক। সঙ্গে প্রিয় জুটিকেও। রণবীর সিং এবং আলিয়া ভাট। চমক অবশ্য আরও আছে। যাকে বলে ধমাকা!

শোনা যাচ্ছে, শুধু রণবীর-আলিয়া নন, এই ছবিতে একসঙ্গে হাজির হবেন আরও তিন নায়িকা। সারা আলি খান, জাহ্নবী কপূর এবং অনন্যা পাণ্ডে। ছবির একটি গানে তিন নায়িকাকে একসঙ্গে পা মেলাতে দেখা যাবে। সেই গানে আলিয়া, রণবীরকেও দেখা যাবে কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে খবর, ছবিতে বিশেষ কিছু দৃশ্যেও দেখা যেতে পারে সারা, জাহ্নবী এবং অনন্যাকে।

এর আগে করনের বিভিন্ন ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছে রানি মুখোপাধ্যায়, কাজলকে। তবে নতুন প্রজন্মের তিন নায়িকা এভাবে একসঙ্গে এই প্রথম। এ বিষয়ে এখনও পর্যন্ত করন বা তার প্রযোজনা সংস্থা থেকে নিশ্চয়তা মেলেনি। সব ঠিক থাকলে ২০২৩-এর ১০ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles