19.3 C
Toronto
সোমবার, জুন ২৭, ২০২২

নয়নতারার বিয়েতে গৌরি নয়, ম্যানেজারকে নিয়ে হাজির শাহরুখ

- Advertisement -
নয়নতারার বিয়েতে গৌরি নয়, ম্যানেজারকে নিয়ে হাজির শাহরুখ
ছবি সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা ও পরিচালক বিগনেশ শিবানের দীর্ঘ সাত বছরের প্রেমের পাঠ চুকিয়ে আজ বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন। বৃহস্পতিবার (৯ জুন) সকালে তামিল নাড়ুর মহবালিপুরামের প্লাশ হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সকাল সকাল ভিগনেশ ও নয়নতারার বিয়েতে হাজির হয়েছেন নয়নতারার আগামী ছবি ‘জওয়ান’র নায়ক শাহরুখ খান। সঙ্গে রয়েছেন তার ম্যানেজার পূজা। আরও হাজির হয়েছেন জওয়ান এর পরিচালক অ্যাটলি কুমার।

খুব বড় আয়োজনের না হলেও কম ছোট আয়োজন হচ্ছে না বিয়েতে। পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়ে বিয়ে সারছেন তারা। নয়নতারার বিয়েতে হাজির হওয়ার পর শাহরুখের সেখানকার ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় সাদা শার্ট ও বেজ কালারের কোর্ট, চোখে সানগ্লাস। ভিগনেশের সঙ্গেও একটি ছবিতে দেখা যায় শাহরুখ ও তার ম্যানেজার পুজাকে।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles