2.6 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নার্সিং শিক্ষায় ৩ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা

নার্সিং শিক্ষায় ৩ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা
লং টার্ম কেয়ার বিষয়ক মন্ত্রী মেরিলি ফুলারটন

কোভিড-১৯ মহামারির কারণে বাড়তি চাপের ফলে অন্টারিওর ৩০ শতাংশ নার্স পেশা ছাড়ার পরিকল্পনা করছেন বলে এক সমীক্ষা থেকে জানা গেছে। সমীক্ষার এ ফলাফল প্রকাশের পরই নার্সিং শিক্ষায় ৩ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অন্টারিও সরকার। এর মাধ্যমে স্বাস্থ্য খাতে নার্সের অতিরিক্ত ২ হাজার পদ সৃষ্টি হবে। এ বিনিয়োগের ফলে সরকারি সহায়তায় পরিচালিত কলেজগুলোতে নার্সিং প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বাড়বে বলে সরকারের তরফ থেকে বলা হয়েছে। এর ফলে ২০২১ সালের ফলে এবং ২০২২ সালের শীতে নতুন করে প্রায় ১ হাজার ১৩০ জন প্র্যাকটিল নার্স এবং ৮৭০ জন রেজিস্টার্ড নার্স পাওয়া যাবে।

লং-টার্ম কেয়ার বিষয়ক মন্ত্রী মেরিলি ফুলারটন বলেন, এই বিনিয়োগ ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে অনেকদিন ধরে চলে আসা কর্মী সংকট মেটাতে চাইছি আমরা। কর্মী সংকটে লং-টার্ম কেয়ার হোমগুলোকে ভুগতে হয়েছে।

- Advertisement -

গণমাধ্যমের খবরেও বলা হয়েছে, মহামারির মধ্যে অন্টারিওর অনেক নার্স নিজেদের কম মূল্যায়িত, কম বেতনপ্রাপ্ত ও কম মর্যাদাবান বলে মনে করছেন। আর স্বাধীন কমিশনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, লং-টার্ম কেয়ার হোমগুলো বছরের পর বছর ধরে কর্মী সংকট ও অবহেলিত থাকলেও এ ব্যাপারে অন্টারিও সরকারের সমন্বিত কোনো পরিকল্পনা নেই। কানাডার সামরিক বাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির সময় টরন্টো লং-টার্ম কেয়ার হোমের দুই ডজনের বেশি বাসিন্দা তারা আসার আগেই পানিশুন্যতায় মারা গেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles