7 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

অ্যামাজনের ওয়্যারহাউজের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

অ্যামাজনের ওয়্যারহাউজের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ

সাম্প্রতিক কয়েক সপ্তাহে অ্যামাজনের ওয়্যারহাউজে ২৪০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন আক্রান্ত হয়েছেন নতুন ভ্যারিয়েন্টে। গত অক্টোবর থেকে অ্যামাজনের ওয়্যারহাউজের ৫ হাজার কর্মীর মধ্যে ৬১৭ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। অ্যামাজনের ওয়্যারহাউজের কর্মীদের ব্যবহার করা বাসের ৯ জন চালক কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় সম্প্রতি ব্র্যাম্পটন ট্রানজিটের বাস রুট আংশিক বন্ধ ঘোষণা করা হয়। পিল জনস্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, অ্যামজন হেরিটেজের প্রত্যেক কর্মীর সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত কয়েক সপ্তাহ ধরে সার্বিকভাবে পিল রিজিয়নে সংক্রমণ কমতির দিকে থাকলেও ওয়্যারহাউজের অভ্যন্তরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ অবস্থায় কোভিড-১৯ সংক্রমণের কারণে ব্র্যাম্পটনে অ্যামাজনের ওয়্যারহাউজের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিল জনস্বাস্থ্য বিভাগ। সেই সঙ্গে ওয়্যারহাউজের সব কর্মীকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে এ নির্দেশ কার্যকর করে ২৭ মার্চ পর্যন্ত কর্মীদের আইসোলেশনে থাকতে হবে।

- Advertisement -

বৃহত্তর কমিউিনিটির জন্য পরিস্থিতি যাতে খারাপ না হয় সেজন্যই ওয়্যারহাউজের কার্যক্রম বন্ধ করাটা জরুরি ছিল বলে জানিয়েছেন ডা. লরেন্স লোহ। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যামাজন কানাডার মুখপাত্র ডেভিড বাউয়ার। এক বিবৃতিতে তিনি বলেন, বাধ্যতামূলক কোভিড পরীক্ষা আমরা সদ্যই শেষ করেছি এবং সংক্রমণের হার পাওয়া গেছে ১ শতাংশেরও কম। অর্থাৎ ওয়্যারহাউজের মধ্যে ব্যাপকমাত্রায় সংক্রমণের ঝুঁকি খুবই কম। আমরা মনে করি, এই উপাত্ত ওয়্যারহাউজ বন্ধ করার জন্য যথেষ্ট নয় এবং আমরা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করব।

- Advertisement -

Related Articles

Latest Articles