1.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কানাডায় ২০২০ সালে ধারণার চেয়েও ৫ শতাংশ বেশি মানুষের মৃত্যু

কানাডায় ২০২০ সালে ধারণার চেয়েও ৫ শতাংশ বেশি মানুষের মৃত্যু
ফাইল ছবি

মহামারীতে হতাশাগ্রস্ত মানুষের মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে গত বছর কানাডায় মৃত্যুর সংখ্যা বেড়েছ। যদিও ২০১৭ ও ২০১৮ সালে অতিরিক্ত মাদক গ্রহণের কারণে মৃত্যু বৃদ্ধির পর ২০১৯ সালে তা কমে এসেছিল। পরিসংখ্যান বলছে, ২০২০ সালের মার্চ থেকে জুন পর্যন্ত সময়ে আলবার্টায় অতিরিক্ত মাদক গ্রহণের কারণে মারা গেছে ২২০ জন। ২০১৯ সালের একই সময়ে যেখানে মৃত্যু হয়েছিল ১৭০ জনের। এছাড়া অন্টারিওতে গত বসন্তে হৃদরোগে মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। গত বছরের মার্চ থেকে জুন পর্যন্ত প্রদেশটিতে হৃদরোগে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৪৫ জনের। ২০১৯ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ৪ হাজার ১২৫। এছাড়া এর আগের পাঁচ বছরে অন্টারিওতে হৃদরোগে এতো সংখ্যক মানুষের মৃত্যু হয়নি। সবকিছু মিলিয়েই কানাডায় গত বছর ধারণার চেয়ে ১৪ হাজার বেশি মৃত্যু হয়েছে। স্ট্যাটিস্টিকস কানাডা এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির প্রতিবেদন বলছে, ২০২০ সালের জানুয়ারি থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার ৩৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অপ্রত্যাশিত মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৯৮ জনের, যা ধারণার চেয়ে ৫ শতাংশ বেশি।

স্ট্যাটিস্টিকস কানাডার হিসাব মতে, ২০১৯ সালে দেশটিতে মৃত্যু হয়েছিল মোট ২ লাখ ৭৭ হাজার ২৭৬ জনের। এ হিসাবে ২০২০ সালে পূর্ববর্তী বছরের চেয়ে ৭ শতাংশ বেশি মৃত্যু হয়েছে।

- Advertisement -

হিসাবটি সাময়িক উল্লেখ করে সংখ্যাটিকে অসম্পূর্ণ বলে মন্তব্য করেছে স্ট্যাটিস্টিকস কানাডা। কারণ ইউকোনের তথ্য এতে যোগ হয়নি। আরও তথ্য পাওয়ামাত্র প্রতিবেদনটি পরিমার্জন করা হবে।

মৃত্যুর সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধির কারণ হিসেবে সংস্থাটি বলছে, কোভিড-১৯ সংক্রান্ত মৃত্যুও এর মধ্যে ঢুকে পড়তে পারে। কারণ, মহামারির শুরুর দিকে কোভিড পরীক্ষার আগেই অনেকের মৃত্যু হয়েছে। সেগুলোও এই হিসাবে যুক্ত হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles