7.3 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

‘বলিউড তারকাদের আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই’

‘বলিউড তারকাদের আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই’ - the Bengali Times
বল্ভিিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ফাইল ছবি

বলিউড নিয়ে বিভিন্ন সময়ে নানা বিস্ফোরক মন্তব্যের কারণে সবসময় খবরের শিরোনামে অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবারও বলিউড তারকাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা মন্তব্য করেন, বি-টাউনের কারও যোগ্যতা নেই তার বাড়িতে পা রাখার।

হিন্দুস্তান টাইমস, সংবাদপ্রতিদিনসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, বলিউড তারকাদের কটাক্ষ করতে দ্বিতীয়বার ভাবনাচিন্তা করেন না কঙ্গনা। বলিউডে যে সত্যিই তার কোনো বন্ধু নেই, সেই বিষয়ে আরও একবার মুখ খুললেন অভিনেত্রী। স্বভাবসিদ্ধভাবেই বলিউড তারকাদের একহাত নিলেন তিনি।

- Advertisement -

আগামী শুক্রবার সিনেমা হলে মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ‘ধাকড়’। এই ছবির প্রচারে অভিনেত্রীর জানতে চাওয়া হয়, কোন কোন বলিউড তারকাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করবে অভিনেত্রী? জবাবে কঙ্গনা বলেন, ‌‘বলিউডের কোনো তারকার আমার বাড়িতে পা রাখার যোগ্যতা নেই। বাড়িতে ডাকার কোনো প্রয়োজনও নেই। বাইরে দেখা হলে ঠিক আছে।’

বলিউডের কাউকে নিজের বন্ধু হওয়ার যোগ্যও মনে করেন না কঙ্গনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ‘কুইন’ খ্যাত এই অভিনেত্রী জানান, তার বন্ধু হওয়ার যোগ্যতা কারও নেই।

এমন বিতর্কিত মন্তব্য অবশ্য প্রায়ই করে থাকেন কঙ্গনা। কিছুদিন আগেই বলিউডের তারকাদের সিদ্ধ ডিমের সঙ্গে তুলনা করেন তিনি। সম্প্রতি জোয়া আখতারের ‘দ্য আর্চি’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখকন্যা সুহানা, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য এবং শ্রীদেবীকন্যা খুশি কাপুর। মনে করা হচ্ছে, তাদের বিঁধেই এমন মন্তব্য কঙ্গনার।

উল্লেখ্য, অ্যাকশন প্যাকড ‘ধাকড়’ সিনেমায় স্পেশ্যাল এজেন্ট অগ্নির চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। শত্রুকে নিমেষে খুন করে ফেলতে পারে অসে। প্রতিপক্ষের রক্ত ঝরানোর আগে দ্বিতীয়বার ভাবে না। যা কাজ দেওয়া হয়, তা করতে লাশের পাহাড় পেরিয়ে যেতে পারে সে। মিশন ইম্পসিবল বলে তার জীবনে কিছুই নেই। এই অগ্নিকেই নারী পাচার সমস্যার সমাধান করার দায়িত্ব দেয় রিংমাস্টার ওরফে হ্য়ান্ডলার।

গুরুত্বপূর্ণ ওই চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অর্জুন রামপাল অভিনয় করেছেন রুদ্রবীরের ভূমিকায়। তার সঙ্গে রোহিনী হিসেবে দেখা যাচ্ছে দিব্যা দত্তকে। এ ছাড়াও রয়েছেন শরিব হাসমি।

- Advertisement -

Related Articles

Latest Articles