19.2 C
Toronto
বুধবার, জুন ৭, ২০২৩

সাকিবকে সামলানোর পথ তৈরি করে রেখেছে শ্রীলঙ্কা!

সাকিবকে সামলানোর পথ তৈরি করে রেখেছে শ্রীলঙ্কা! - the Bengali Times
দিমুথ করুনারত্নে ছবি সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার (১৫ মে) শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের লড়াইয়ে নামবে বাংলাদেশ। এ ম্যাচে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও তাকে সামলানোর পথ তৈরি করে রেখেছে শ্রীলঙ্কা। শুক্রবার (১৩ মে) এমন ইঙ্গিতই দিয়েছেন লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে।

করুনারত্নে বলেন, ‘যখন সাকিব ছিল, তখন তার জন্য আমাদের পরিকল্পনা ছিল এবং এখনো তার জন্য আমাদের পরিকল্পনা আছে। সে সেরা একজন অলরাউন্ডার। আমরাও নিজেদের সেরাটা দেব এবং দেখা যাক কীভাবে সব এগোয়।’

- Advertisement -

সাকিবকে সামলে বাংলাদেশে ভালো খেলার প্রত্যায় করুনারত্নের। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছি। কন্ডিশন মোটামুটি একই, ফলে প্রস্তুতি ম্যাচে তেমন পার্থক্য হবে না। যথেষ্ট অনুশীলন করেছি, সিরিজের জন্য ভালোভাবেই প্রস্তুত আমরা।’

ক্রিকেটাররা বাংলাদেশে খেলতে এলেও শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি মোটেই ভালো নেই। এমন অবস্থায়ও খেলায় মনোনিবেশ করতে চায় লঙ্কানরা। তাদের চাওয়া, দেশের বিপর্যস্তু অবস্থার মাঝে মানুষদের জয়ের সুখবর দেওয়া।

এ সম্পর্কে লঙ্কান অধিনায়ক বলেন, ‘সবাই জানে ওখানে কী ঘটছে। আমরা ক্রিকেট খেলতে এসেছি, সেটি নিয়েই ভাবনা। জনগণের জন্য শুধু যেন একটা ভালো ফল নিয়ে যেতে পারি আমরা।’

প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ায় লঙ্কানদের বিপক্ষে খেলার সম্ভাবনা ছিল না সাকিবের। শুক্রবার করোনা নেগেটিভ হয়েছেন তিনি। এ সম্পর্কে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘সাকিব করোনা নেগেটিভ হয়েছে। আজই ও দলের সঙ্গে যোগ দেবে। কিন্তু অনুশীলনে নামবে না। শনিবার অনুশীলনে যোগ দেবে। এরপর তার ফিটনেস থাকা সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে প্রথম টেস্টে খেলবে কি না।’

করোনা নেগেটিভ সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে দলে যোগ দিতে চট্টগ্রামও পৌঁছেছেন। রাত সাড়ে আটটা নাগাদ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles