12.9 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

মাঝ আকাশে পাইলট অসুস্থ, অভিজ্ঞতা ছাড়াই বিমান অবতরণ করালেন যাত্রী

মাঝ আকাশে পাইলট অসুস্থ, অভিজ্ঞতা ছাড়াই বিমান অবতরণ করালেন যাত্রী - the Bengali Times
প্রতীকী ছবি

চলন্ত বিমানের পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই বিমান অবতরণ করিয়েছেন এক যাত্রী। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিমানবন্দরের কাছে বিমানটি চলন্ত অবস্থায় পাইলট অসুস্থ হয়ে পড়লে এক ব্যক্তি বিমানটির নিয়ন্ত্রণ নেন। তবে নিয়ন্ত্রণ নিয়েই তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলে (এটিসি) জানিয়েছেন, এর আগে বিমান চালনার কোনো অভিজ্ঞতাই নেই তার।

ওই যাত্রী সিনএনকে জানায়, পাইলট অসুস্থ হয়ে পড়েছিল। আমারও ধারণাও ছিল না কীভাবে বিমান চালাতে হয়। আমি ভয়াবহ সমস্যায় পড়েছিলাম। তবে বিমানের অবস্থান জানার পর এটিসির কর্মীরা ওই যাত্রীকে বিমানটি অবতরণ করানোর ব্যাপারে নির্দেশনা দিতে শুরু করেন। এটিসির কর্মীরা ওই যাত্রীকে বলেন, আপনি খুব ধীর গতিতে নামার চেষ্টা করুন। আমরা আপনাকে খুঁজে বের করার চেষ্টা করছি।

- Advertisement -

এক ইঞ্জিনবিশিষ্ট ওই বিমানে পাইলট ছাড়াও দুইজন যাত্রী ছিলেন। এর মধ্যে একজন শেষপর্যন্ত এটিসির নির্দেশনা অনুযায়ী কোনো বিপত্তি ছাড়াই বিমানটি নিয়ে অবতরণ করতে সক্ষম হন।

- Advertisement -

Related Articles

Latest Articles