32.2 C
Toronto
বুধবার, জুন ১৯, ২০২৪

প্রতারণার অভিযোগে হবু স্বামীকে নিজের হাতে গ্রেফতার

প্রতারণার অভিযোগে হবু স্বামীকে নিজের হাতে গ্রেফতার - the Bengali Times
ফাইল ছবিতে রানা পগাগের সাথে জুনমনি রাভার ছবি জি নিউজের

ঘটনাটি ভারতের আসাম রাজ্যের নাগাঁও’র। সেখানে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে হবু স্বামীকে নিজের হাতে গ্রেফতার করেছেন নাগাঁও পুলিশের উপপরিদর্শক জুনমনি রাভার। খবর এনডিটিভির।

জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম রানা পগাগ। তার সাথে পুলিশের উপপরিদর্শক জুনমনির বিয়ের কথা পাকা। গত বছরের অক্টোবরে তাদের আংটি বদল হয়, আগামী নভেম্বরে ছাদনাতলায় বসার কথা ছিল। এর মধ্যেই জানতে পারেন হবু স্বামী একজন প্রতারক। বিষয়টি জেনে জুনমনি নিজেই এফআইআর করেছেন। এরপর পগাগকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে গেছেন।

- Advertisement -

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অভিযুক্ত রানা পগাগ নিজেকে আসামের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) কর্মকর্তা বলে দাবি করে চাকরি দেওয়ার নাম করে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে পগাগ বলে অভিযোগ।

হবু স্বামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জুনমনি গণমাধ্যমকে বলেন, সমন্ধ ঠিক হওয়ার আগে রানা নিজেকে ওএনজিসির জনসংযোগ কর্মকর্তা হিসেবে পরিচয় দেয়। আমি তাদের প্রতি কৃতজ্ঞ যারা আমার কাছে রানা পগাগের কুকীর্তির তথ্য নিয়ে এসেছিলেন। তারা আমার চোখ খুলে দিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles