13.1 C
Toronto
মঙ্গলবার, মে ২৪, ২০২২

প্রেমিককেই বিয়ে করলেন এ আর রহমানের মেয়ে

- Advertisement -
প্রেমিককেই বিয়ে করলেন এ আর রহমানের মেয়ে - The Bengali Times
ছবি সংগৃহীত

বলিউডে বিয়ের সুবাতাস বইছে। একের পর এক বিয়ের সানাইয়ের সুরে মুখর বলিপাড়া। সেই ধারাবাহিকতায় এবার বিয়ের ঘোষণা দিলেন অস্কারজয়ী সুরকার ও কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমানের বড় মেয়ে খাদিজা রহমান। প্রেমিক রিয়াসদিন শেখ মোহাম্মদের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। রিয়াসদিন পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার।

বৃহস্পতিবার (৫ মে) রাতে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন এ আর রহমান। ছবিতে দেখা যায়, বিয়ের সাজে সোফায় বসে আছেন বর-কনে। পেছনে রহমান, তার বড় মেয়ে রহিমা, স্ত্রী সায়রা বানু ও ছেলে আমিন। পাশে রয়েছে রহমানের মৃত মায়ের একটি ছবি।

- Advertisement -

এর আগে গত ২৯ ডিসেম্বর নিজের জন্মদিনের দিন খানিকটা গোপনেই ঘরোয়া আয়োজনে রিয়াসদিন শেখ মোহাম্মদের সঙ্গে আংটি বদল করেন খাদিজা। রোববার (২ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের খবরটি ফাঁস করেছেন খাদিজা নিজেই।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles