9.9 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘ডিয়ার সুমি, মেনি মেনি শুভেচ্ছা’, ইংরেজি খাতা দেখে চমকে গেলেন পরীক্ষক

‘ডিয়ার সুমি, মেনি মেনি শুভেচ্ছা’, ইংরেজি খাতা দেখে চমকে গেলেন পরীক্ষক - the Bengali Times
ছবি সংগৃহীত

পরীক্ষার খাতায় হিজিবিজি লেখা, আঁকা-আঁকি নতুন নয়। উত্তরপত্রে ‘একটু পাস করিয়ে দেবেন’ এমন আর্জির সঙ্গেও পরীক্ষকরা পরিচিত। তবে এবার মাধ্যমিকের ইংরেজি খাতায় পরীক্ষার্থীদের বাক্যগঠন ও শব্দের বিন্যাস দেখে শিউরে উঠছেন পরীক্ষকরা।

খাতায় কেউ লিখেছে, ‘ডিয়ার সুমি, ফাস্ট নো মেনি মেনি শুভেচ্ছা ও ভালবাসা। দেন লকডাউন হোয়েন কাটালে?’ আবার কেউ লিছেছেন, ‘আই হোপ ইউ? হোপ ইউ আর ফাইন? আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট…।’

- Advertisement -

শুধু তাই নয়, পরীক্ষার্থীদের অনেকেই সাদা খাতা জমা দিয়েছে। কেউ কেউ হিজিবিজি লিখে খাতা ভরিয়েছে। তবে সব থেকে নজরে পড়ছে বিচিত্র এই ভাষা। এক শিক্ষিকা বলছেন, হোয়াটসঅ্যাপে যেমন ইংরেজি-বাংলা মিশিয়ে জগাখিচুড়ি ভাষায় অনেকে লেখে, পরীক্ষার্থীদের একাংশ সেই ভাষাতেই উত্তর লিখেছে। সব অর্থহীন বাক্য।

পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

শিক্ষকরা মনে করছেন, করোনায় অনেক ছাত্রছাত্রী দীর্ঘ সময় পড়াশোনার সঙ্গে ছিলেন না, যার কারণেই উত্তরপত্রের এই অবস্থা। এ ছাড়া অনলাইন পড়াশোনার কারণে শিক্ষার্থীদের হাতে হাতে এখন স্মার্টফোন। পড়াশোনাও অনেকটা সামাজিকমাধ্যম নির্ভর হয়ে পড়ছে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে উত্তরপত্রে।

সূত্র : আনন্দবাজার

- Advertisement -

Related Articles

Latest Articles