27.5 C
Toronto
মঙ্গলবার, জুন ১৮, ২০২৪

ফারুকের মৃত্যুর গুজব, বিব্রত ও বিরক্ত পরিবার

ফারুকের মৃত্যুর গুজব, বিব্রত ও বিরক্ত পরিবার - the Bengali Times
অভিনেতা ফারুক ও তার স্ত্রী ফারহানা পাঠান

অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক অনেকদিন ধরেই চিকিৎসা নিচ্ছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার।

তবে শনিবার দিবাগত রাতে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

- Advertisement -

সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। সিঙ্গাপুর থেকেই তিনি মুঠোফোনে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় ফারুক ভাই ভালো আছে। আপনারা সকলে দোয়া করবেন। ‘
ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার অভিনেতা ফারুকের মৃত্যুর গুজব ছড়ানোয় ভীষণ বিরক্ত ও বিব্রত তাঁর পরিবার।

গত বছরের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। ঠিক এক বছর পর আবারও কিংবদন্তি এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়ানো হলো। এর আগে নায়ক রাজ রাজ্জাক ও এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছিল একাধিকবার।

 

 

- Advertisement -

Related Articles

Latest Articles