8 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

রাশিয়ার পক্ষে যুদ্ধে যেতে বাংলাদেশিদের অসংখ্য আবেদন, রাজি নয় দূতাবাস

রাশিয়ার পক্ষে যুদ্ধে যেতে বাংলাদেশিদের অসংখ্য আবেদন, রাজি নয় দূতাবাস - the Bengali Times

ইউক্রেনে রুশ সেনাদের সঙ্গে যোগ দিতে যুদ্ধে যেতে চান অনেক বাংলাদেশি নাগরিক। তবে ঢাকার রাশিয়ান দূতাবাস এতে রাজি নয়।

- Advertisement -

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এটা আনন্দের বিষয় যে অনেক বাংলাদেশি পূর্ব ইউরোপে ন্যাটোকে প্রত্যাখ্যান এবং ইউক্রেনে নব্য-নাৎসিবাদের অবসান ঘটাতে রাশিয়ান সরকারের ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষাকে স্বীকার করেন। আমরা বাংলাদেশি জনগণের এই মনোভাবকে সাধুবাদ জানাই। রাশিয়ান সশস্ত্র বাহিনী সফলভাবে নির্ধারিত লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের সঙ্গে পরিকল্পনা অনুযায়ী বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। অতএব অপারেশনে যোগ দিতে বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবকদের প্রয়োজন নেই।

ডোনেটস্ক পিপলস রিপাবলিক এবং লুগানস্ক পিপলস রিপাবলিককে সাহায্য করতে ও ইউক্রেনের রুশ-ভাষী জনগোষ্ঠীকে রক্ষা করার লক্ষ্যে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করেছে। এতে মস্কোর পক্ষে যুদ্ধে বিদেশি স্বেচ্ছাসেবকদের নিয়োগের অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরপর বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে রাশিয়ার দূতাবাসে অসংখ্য আবেদন এসেছে। যারা ইউক্রেন এবং ডনবাসের মুক্তি আন্দোলনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles