21.4 C
Toronto
বুধবার, জুলাই ২৪, ২০২৪

বাংলাদেশে রেকর্ড ১৪ হাজার মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন

বাংলাদেশে রেকর্ড ১৪ হাজার মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন - the Bengali Times

দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত ৯টায় এ যাবতকালের সর্বোচ্চ ১৪০০১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এর আগে দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২০২১ সালের ২৬ এপ্রিল।

- Advertisement -

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

গরমের সময় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে উল্লেখ করে সংস্থার পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, বর্তমান সরকারের সময় গত ১১ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাপকহারে বেড়েছে। ২০০৯ সালের শুরুতে দেশের বিদ্যুতের মোট গ্রাহক ছিল এক কোটি আট লাখ। গত মার্চে তা দাঁড়িয়েছে তিন কোটি ৯৮ লাখে। এ সময় দেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত মানুষের সংখ্যা ৪৭ শতাংশ থেকে বেড়ে ৯৯ শতাংশে পৌঁছেছে।

পিডিবির হিসেবে, গত ১১ বছরের ১২৭টি নতুন বিদ্যুৎকেন্দ্র হয়েছে, যার ফলে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ২২ হাজার মেগাওয়াটে। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ২৯২ শতাংশ বেড়ে ৫১২ কিলোওয়াট ঘণ্টা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles