1.6 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জানুয়ারিতে খুচরা বিক্রি ৩.২% বেড়েছে

জানুয়ারিতে খুচরা বিক্রি ৩.২% বেড়েছে - the Bengali Times
বছরের শুরুর দিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে দেশের বেশ কিছু অঞ্চলে জনস্বাস্থ্য বিধিনিষেধ আরোপ করার পরও জানুয়ারিতে কানাডায় খুচরা বিক্রি ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে

বছরের শুরুর দিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার রোধে দেশের বেশ কিছু অঞ্চলে জনস্বাস্থ্য বিধিনিষেধ আরোপ করার পরও জানুয়ারিতে কানাডায় খুচরা বিক্রি ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধির ফলে মাসটিতে কানাডায় খুচরা বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৮৯০ কোটি ডলার। স্ট্যাটিস্টিকস কানাডা শুক্রবার এ তথ্য জানিয়েছে।

তবে প্রাথমিক হিসাবে ফেব্রুয়ারিতে খুচরা বিক্রি দশমিক ৫ শতাংশ হ্রাস পেতে পারে বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। যদিও সংখ্যাটি পর্যালোচনা করে দেখা হবে।

- Advertisement -

বিএমওর অর্থনীতিবিদ শেলি কৌশিক বলেন, ডিসেম্বরে হ্রাস পাওয়ার পর খুচরা বিক্রি জানুয়ারিতে ঘুরে দাঁড়িয়েছে। ধারাবাহিক বিধিনিষেধ ও মহামারি নিয়ে উদ্বেগ সত্ত্বেও এটা সম্ভব হয়েছে। তবে ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কার্যক্রম হ্রাস পেয়েছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। মূল্যস্ফীতির উচ্চ হার ক্রয় ক্ষমতা কমিয়ে দিলেও সার্বিকভাবে ভোক্তা চাহিদা চাঙ্গা আছে।

সপ্তাহের স্ট্যাটিস্টিকস কানাডা জানিয়েছিল, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে বছরওয়ারি ৫ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। জানুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল যেখানে ৫ দশমিক ১ শতাংশ।

১১টি উপখাতের মধ্যে ৯টিরই খুচরা বিক্রয় বেড়েছে বলে তথ্য দিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। আর সার্বিকভাবে খুচরা বিক্রয় বাড়াতে ভূমিকা রেখেছেন মোটোর ভেহিকল ও যন্ত্রাংশ ডিলাররা। এই উপখাতে খুচরা বিক্রয় বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। নতুন কারের বিক্রয় বেড়েছে ৫ দশমিক ৫ ও পুরনো কারের ৯ দশমিক ৭ শতাংশ। গ্যাসোলিন স্টেশনের বিক্রি অপরিবর্তিত রয়েছে। মোটর ভেহিকল, যন্ত্রাংশ ও গ্যাসোলিন স্টেশনের বিক্রি বাদ দিলে খুচরা বিক্রয়ে প্রবৃদ্ধি দাঁড়ায় ২ দশমিক ৯ শতাংশ।

নির্মাণ উপকরণ, বাগান করার সরঞ্জামের খুচরা বিক্রয় জানুয়ারিতে ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে খাদ্য ও পানীয় খাতের খুচরা বিক্রি বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। তবে বস্ত্র ও এ সংক্রান্ত আনুষঙ্গিক সামগ্রীর খুচরা বিক্রি ৩ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। পরিমাণের হিসাবে জানুয়ারিতে খুচরা বিক্রি বেড়েছে ২ দশমিক ৯ শতাংশ।

- Advertisement -

Related Articles

Latest Articles