6.3 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নতুন বিধি প্রয়োগ কানাডার

আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য নতুন বিধি প্রয়োগ কানাডার

কানাডায় ফেরা দুইজনের শরীরে নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বিশেষ সতর্কতা অবলম্বন করেছে দেশটির সরকার। যুক্তরাজ্যের ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনাভাইরাস কানাডায় শনাক্ত হওয়ার পর থেকেই দেশটি আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য আরও কঠোর বিধি প্রয়োগে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কুইবেকের স্বাস্থ্যমন্ত্রী ক্রিশ্চিয়ান ডুবে।  কানাডার ফেডারেল সরকার এক ঘোষণায় জানিয়েছে, কানাডায় প্রবেশকারী বিমান যাত্রীদের দেশটিতে আসার আগে কোভিড-১৯ নেগেটিভ প্রমাণপত্র সরবরাহ করতে হবে। বিমানে ওঠার আগে ভ্রমণকারীদের অবশ্যই ৭২ ঘণ্টা সময়কালের নেগেটিভ পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) পরীক্ষার প্রমাণপত্র থাকতে হবে। জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার সতর্ক করে বলেন, এ পদক্ষেপটি ফেডারেল সরকারের বাধ্যতামূলক ১৪ দিনের বৈধ কোয়ারেন্টিন প্রতিস্থাপন করবে না।

- Advertisement -

জনস্বাস্থ্যের ব্রিফিংয়ের সময় তিনি বলেন, এটি কোয়ারেন্টিনের বিকল্প নয়, এটি একটি অতিরিক্ত স্তর। আর এ তথ্যগুলো খুব শীঘ্রই পরিবহনমন্ত্রী মার্ক গার্নাউ সরবরাহ করবেন, যিনি বর্তমানে এয়ারলাইনস এবং তার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এ পদক্ষেপগুলো যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে নেয়ার জন্য নিযুক্ত রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের মার্চের ১৬ তারিখ থেকেই প্রথম বিধিনেষধ আরোপ করা হয়েছিল। বেশিরভাগ বিদেশি নাগরিকদের অপ্রয়োজনীয় কারণে কানাডায় বেড়াতে আসা নিষিদ্ধ বলে জানিয়েছে কানাডা সরকার। তবে কোভিডের কারণে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত সকল যাত্রীদের ওপরই বিধিনিষেধ আরোপ করা হয়েছে কানাডা সরকারের তরফ থেকে।

- Advertisement -

Related Articles

Latest Articles