4 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

নতুন বছরে প্রধানমন্ত্রি জাস্টিনের শুভেচ্ছা এবং প্রত্যাশা

নতুন বছরে প্রধানমন্ত্রি জাস্টিনের শুভেচ্ছা এবং প্রত্যাশা
কানাডার প্রধানমন্ত্রির জাস্টিন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রির জাস্টিন ট্রুডো নতুন বছরের প্রাক্কালে কানাডিনাদের শুভেচ্ছা জানিয়েছেন। গত রাতে নতুন বছরকে স্বাগত জানিয়ে তিনি তাঁর ফেইসবুক এবং টুইটারের এক বার্তায় বলছেন, সোফি এবং আমি আপনাকে নববর্ষের জন্য আমাদের উষ্ণ-আন্তরিক শুভেচ্ছা পাঠাচ্ছি।

তিনি উক্ত বার্তায় আরো বলেন, ‘এ বছরটি আমাদের জন্য চ্যালেঞ্জপূর্ণ ছিল। আমরা একটি বিশ্বব্যাপী মহামারীর তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমাদের স্বাস্থ্য, আমাদের অর্থনীতি এবং আমাদের জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলেছে’।

- Advertisement -

তিনি বর্ণবাদী কানাডিয়ান এবং আদিবাসীদের ন্যায়বিচারের কথা উল্লেখ করে আরো বলেন, আমাদের দেশে বর্ণবাদ, বৈষম্য এবং অন্যায় নিরসনে আমরা এখন থেকেই কাজ করে যাবো। সেই সাথে আন্তর্জাতিক জলবায়ু থেকে শুরু করে অন্যান্য বিষয়েও কাজ করবো।

প্রধান মন্ত্রি আরো বলেন, বিগত করোনাকালের মাসের মানসিক, শারীরিক এবং আর্থিক সংকট কাটাতে আমরা কানাডিয়ানরা উন্নত আর সুন্দর ভবিষ্যতের জন্য নানাভাবে একসাথে কাজ করেছি এবং আগামীতেও করবো। এই ঐক্যবদ্ধতা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে।

জাস্টিন বিবৃতে বলেন, ব্যবসায়, উদ্যোক্তা, শ্রমিক এবং কানাডিয়ানরা করোনার বছর যে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, তার মধ্যে তারা নিঃসন্দেহে অবিশ্বাস্য স্থিতিস্থাপকতা এবং সমস্যার সমাধান দেখিয়েছে। এবং আমরাও প্রতিটি পদে পদে পদক্ষেপে নিয়েছি। ২০২১ সালেও আমরা নতুন প্রত্যাশার সংজ্ঞা নিয়ে কভিড-১৯’এর বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাবো। কানাডিয়ানরা ইতোমধ্যে নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিনের ডোজ গ্রহণ শুরু করছেন। আমরা সব কানাডিয়ানদের যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন শেষ করে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোনিবেশ করবো।

তিনি উল্লেখ করেন, কয়েক হাজার ব্যবসা-প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা এবং অলাভজনক সংস্থা তাদের বিল পরিশোধ, চাকরিহারা এবং বেকারদের বেতন-ভাতার সহায়তার জন্য কানাডা ইমার্জেন্সি ওয়েজ সাবসিডি, কানাডা ইমারজেন্সি বিজনেস অ্যাকাউন্ট এবং নতুন জারিকৃত জরুরি ভাড়া ভর্তুকির মতো ব্যবস্থা নেয়া হয়েছে। বিশ্ব মহামারীতে ক্ষতিগ্রস্থদের জরুরি ভিত্তিতে ৮.৯ মিলিয়ন ডলারের সহায়তা অব্যাহত রয়েছে।

তিনি তাঁর দীর্ঘ বিবৃতিতে আরো বলেন, বিগত বছর আমরা মহামারির যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছি। আমরা বছরটি গুটিয়ে নিয়ে নতুন বছরে একটি নতুনের দিকে আমাদের অধ্যবসায়, আমাদের বুদ্ধি, আমাদের মূল্যবোধ, আমাদের দায়ত্ববোধ এবং অন্যদের প্রতি আমাদের মমতায় সবাইকে নিয়ে এগিয়ে যাবো।

২০২১ সালে আমরা কানাডাকে আরও ন্যায়সঙ্গত করে সমৃদ্ধ এবং শক্তিশালী কানাডা গড়ে তুলবো।

- Advertisement -

Related Articles

Latest Articles