9.2 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুরোনো ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। এ সংক্রান্ত আবেদনে দণ্ড স্থগিত করে তার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে তো জামিন দেওয়া হয়নি, জামিন দেন আদালত। যেটা করা হয়েছে সেটা হচ্ছে, দুই-আড়াই বছর আগে ওনার জন্য পারিবারিকভাবে একটা দরখাস্ত করা হয়। সেটা কোনো আইনের উল্লেখ ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার কারনে এটা আইনের মাধ্যমে তার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছিল। এটা কিন্তু জামিন না, এটা মুক্তি।

এর আগে গত ১ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে এ আবেদন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার এ আবেদন করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles