7.3 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

রাশিয়ার দূত যা বললেন

রাশিয়ার দূত যা বললেন - the Bengali Times
ফাইল ছবি

বাংলাদেশের একটি সংবাদে দেখলাম রাশিয়ার দূত আমাদের নুতন প্রধান নির্বাচন কমিশনারের একটি বক্তব্যে নাখোশ হয়ে মন্ত্রী পর্যায়ে অভিযোগ করেছেন। নুতন সিইসি বলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেস্কির মত বিরোধীদের মাঠে থাকতে। এতেই নাকি রাশিয়ার দূত নাখোশ হয়েছেন।

কিন্তু রাশিয়ার দূত জানেন না যে ইউক্রেনের প্রেসিডেন্ট মাঠে আছেন শুধু তাই নয়। যুদ্ধ শুরুর পর ৬৬ হাজার মানুষ দেশে ফিরেছে রাশিয়ার বিরুদ্ধে তাদের দেশকে হায়েনা মুক্ত করতে যুদ্ধ করার জন্য। অপর সংবাদে দেখলাম ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে মানুষের ঢল নেমেছে। রাশিয়ার মত পরাশক্তির বিরুদ্ধে লড়াই করতে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরছে, যার যা আছে তাই নিয়ে প্রতিরোধ করছে। কিন্তু কেন?

- Advertisement -

কারণ তারা জীবন দিবে একটি আদর্শের জন্য, দেশের জন্য। কোন ব্যক্তির বদলে ব্যক্তিকে ক্ষমতায় বসিয়ে মুষ্টিমেয় কিছু লোকের লুটপাট করার সুবিধার জন্য নয়। ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ হলে সম্ভবত তারাও পুলিশ দেখলে ঘর থেকে বের হতো না। তাদের কেউ জীবন দেয়াতো দুরের কথা, নেতাদের চেহারাও দেখতো বলে মনে হয় না।

- Advertisement -

Related Articles

Latest Articles