9.3 C
Toronto
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

দুই কোটি মানুষকে রেশন দেওয়ার প্রস্তাব ডা. জাফরুল্লাহর

দুই কোটি মানুষকে রেশন দেওয়ার প্রস্তাব ডা. জাফরুল্লাহর - the Bengali Times

দেশের দুই কোটি পরিবারকে রেশনের মাধ্যমে খাবার দেওয়ার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, ‘দ্রব্যমূল্য আজকে শ্বাসরুদ্ধকর অবস্থায় চলে গেছে। সরকার ঘোষণা দিয়েছে, এক কোটি মানুষকে টিসিবির খাবার দেওয়া হবে। এটাও একটা ভুল সিদ্ধান্ত।’

- Advertisement -

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ শীর্ষক ব্যানারে এ সভার আয়োজন করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক দল বাংলাদেশ কল্যাণ পার্টি।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘বঙ্গবন্ধু সবাইকে মিলিতভাবে কাজ করার কথা বলেছেন। আজকে দ্রব্যমূল্য আমাদের শ্বাসরুদ্ধ অবস্থার মধ্যে রেখেছে। প্রতিবাদে বিরোধীদল একটা ন্যায্য আন্দোলন করছে। প্রধানমন্ত্রী আপনিও দ্রব্যমূল্য কমাতে চান নিশ্চয়ই, পারছেন না। এইটাই আপনার ব্যর্থতা। সেখানে তাদের ওপর আক্রমণ করছেন- এটা ভুল কাজ। বিএনপির বিভিন্ন আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ এর কিছু ক্যাডার বাহিনী মিলিতভাবে বিরোধীদলকে আক্রমণ করছেন। এটা করে কখনো টিকে থাকা যাবে না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমার মতে, টিসিবির ট্রাকের পেছনে লাইন দেওয়াটা ভিক্ষাবৃত্তি। জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করবেন না।’

কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াছের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনম এহসানুল হক মিলন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, এনডিপি চেয়ারম্যান এম এ তাহের, প্রগতিশীল ন্যাপের আহ্বায়ক পরশ ভাষানী, নৈতিক সমাজের আহ্বায়ক মেজর জেনারেল (অব.) আমসা আমিন, সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল লতিফ মাসুম ও কর্ণেল (অব.) জেড আর এম আশরাফ উদ্দিন, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।

নুরুল হক নুর বলেন, ‘এদেশে জ্ঞানী গুনীদের কদর হয় না। কদর হয় চামচাদের। বিগত সময়ে যেই গিয়েছে লঙ্কায় সেই হয়েছে রাবন। মুখে আমরা ধর্মের কথা বলি কিন্তু কাজে সেটা খুজে পাওয়া যায় না। শত শত আলেম ওলামা আজকে জেলে, তাদের মুক্তির ব্যাপারে আমরা নিশ্চুপ। আগামীতে বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রশ্ন। সরকার পতনের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারাই মাঠে থাকবে আমরা তাদের সঙ্গে থাকব।’

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles