4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

‘যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন- এরপর ৩টি দেশের পালা’

‘যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন- এরপর ৩টি দেশের পালা’ - the Bengali Times
ছবি সংগৃহীত

গত ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে টানা চলছে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত। এর মধ্যে সংঘাতের অষ্টম দিনে গতকাল বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যদি আমরা না থাকি, তাহলে ঈশ্বর না করুন– এরপর লাতভিয়া, লিথুয়ানিয়া আর এস্তোনিয়ার পালা আসবে।’ পরপর দখল হবে বাল্কান অঞ্চলের এ তিনটি দেশ দাবি করে জেলেনস্কি আরও বলেন, ‘রাশিয়াকে ঠেকাতে হবে, না হলে ইউরোপের বাকি অংশেও রুশ সেনা অগ্রসর হবে।’

- Advertisement -

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, ‘যদি আপনাদের আকাশসীমা বন্ধ করার ক্ষমতা না থাকে, তাহলে আমাকে আপনাদের বিমানগুলো দিন!’ পাশাপাশি তার হুঁশিয়ারি, ‘বিশ্বাস করুন, ইউক্রেন যদি না থাকে তাহলে লাটভিয়া, লিথুয়েনিয়া, এস্টোনিয়াও আর থাকবে না।

- Advertisement -

Related Articles

Latest Articles