10.1 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর ইউরোপের প্রতি যে আকুতি জানালেন জেলেনস্কি

পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর ইউরোপের প্রতি যে আকুতি জানালেন জেলেনস্কি - the Bengali Times

রুশ বাহিনীর অভিযানে ইউরোপের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র ইউক্রেনের জাপোরিঝঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

- Advertisement -

এ ঘটনার পর ইউরোপিয়ানদের প্রতি নতুন আকুতি নিয়ে হাজির হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

টুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এখন আগুন জ্বলছে।”
এ সময় ইউরোপিয়ানদের প্রতি আকুতি জানিয়ে জেলেনস্কি বলেন, “ইউরোপীয়রা, দয়া করে জেগে উঠুন। আপনাদের রাজনীতিকদের বলুন যে রুশ বাহিনী ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে।”

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়।

আজ শুক্রবার অভিযানের নবম দিন। বিগত আট দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ বাহিনী হামলায় ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এটি ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণিক বিদ্যুৎকেন্দ্র, যা ইউক্রেনের বিদ্যুতের চাহিদার প্রায় ২৫ শতাংশ মেটায়।

সূত্র: বিবিসি

- Advertisement -

Related Articles

Latest Articles