8.1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ইউক্রেনকে অস্ত্র দিলে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের পরিণতি ভোগ করতে হবে : হিলারি

ইউক্রেনকে অস্ত্র দিলে যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানের পরিণতি ভোগ করতে হবে : হিলারি - the Bengali Times

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের সঙ্গে ১৯৭৯ সালে আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের হামলার মিল দেখতে পাচ্ছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইউক্রেনকে সহায়তা করলে আফগানিস্তানের মতো পরিণতির মুখে পড়তে হতে পারে যুক্তরাষ্ট্রকে এমন সতর্কতাও দিলেন হিলারি।

- Advertisement -

হিলারি বলেন, স্নায়ুযুদ্ধের প্রতিপক্ষদের বিরুদ্ধে লড়তে ওয়াশিংটন যেভাবে আফগানিস্তানের মুজাহিদিনদের সমর্থন ও সহযোগিতা করেছিল, ঠিক সেভাবে কিয়েভে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র দিলে ইউক্রেনে একই ফলাফল পাওয়া যাবে।

হিলারি ক্লিনটন বলেন, মনে রাখবেন, ১৯৭৯ সালে সোভিয়েত যখন আফগানিস্তানে আগ্রাসন চালায়, তখনো কোনো দেশই আফগানিস্তানে রুশদের বিরুদ্ধে লড়তে যায়নি। তবে অনেক দেশ আফগান মুজাহিদিনদের অস্ত্র ও পরামর্শ দিয়েছিল। এমনকি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের কিছু উপদেষ্টা দেওয়া ছিল।

হিলারি বলেন, রাশিয়ার সামরিক আকাশপথে ব্যাপক সামরিক শক্তি থাকা সত্ত্বেও সিরিয়ায় সরকারবিরোধীদের হারাতে বছরের পর বছর সময় লেগেছে রাশিয়ার।

- Advertisement -

Related Articles

Latest Articles