15.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ফিলিস্তিনীদের জন্য সহায়তা ঘোষণা জাস্টিন ট্রুডোর

ফিলিস্তিনীদের জন্য সহায়তা ঘোষণা জাস্টিন ট্রুডোর

ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতিকে গত সপ্তাহে স্বাগত জানায় কানাডা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১১ দিনের এ সংঘর্ষে ৬৫ জন শিশু ও ৩৯ জন নারীসহ মোট ২৩০ জন ফিলিস্তিনী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৭১০ জন। ইসরায়েলে নিহত হয়েছেন ১২ জন। এদিকে সহিংসতার আগে জাতিসংঘ গাজার ২০ লাখ জনগণের মধ্যে ১৫ লাখ ৭০ হাজারেরই মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছিল। গত ডিসেম্বরেই ফিলিস্তিনী শরনার্থীদের সহায়তায় আগামী তিন বছরে ৯ কোটি ডলার সহায়তার প্রতিশ্রতি দিয়েছে কানাডা।

- Advertisement -

এবার ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত গাজা ভূখন্ড ও পশ্চিম তীরের বেসামরিক নাগরিকদের জন্য আড়াই কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, অভিজ্ঞ কোনো সংস্থার কাছে সরাসরি এ অর্থ যাবে, যাতে করে সবচেয়ে নাজুক ফিলিস্তিনীরা সংঘাত পরবর্তী পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে সক্ষম হন।

প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, অঞ্চলটিতে সাম্প্রতিক সহিংতা আতঙ্কজনক। বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক, প্রাণহাণি ও পরিবারগুলোর দুর্ভোগের ছবি আমরা সবাই দেখেছি।

কানাডার এ অনুদানের মধ্যে এক কোটি মার্কিন ডলার ব্যয় হবে জরুরি খাদ্য সহায়তা, আশ্রয়, পানি, স্বাস্থ্য ও শিশুদের সাইকোসোশ্যাল সহায়তা বাবদ। বাকি এক কোটি ডলার ব্যয় হবে জরুরি চিকিৎসা অবকাঠামোর মতো মানবিক ও পুনর্গঠন কাজে। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠার উদ্যোগেও ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা করবে কানাডা।

আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী কারিনা গোল্ড এক সাক্ষাৎকারে বলেন, গাজার আশু মানবিক পরিস্থিতি নিয়ে কাজ করতে হবে আমাদের। এর আওতায় ১১ দিনের সংঘাতের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া ব্যক্তিদের সাইকোসোশ্যাল সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ যারা আহত হয়েছেন তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়া হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য অবকাঠামোগুলোতেও সহায়তা করা হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles