10.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নিশোর ভারতীয় সেই ভক্ত মারা গেছেন

নিশোর ভারতীয় সেই ভক্ত মারা গেছেন - the Bengali Times
ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তার ভক্তের সংখ্যা বেশ। গেল বছর নিশোর জন্মদিনে কলকাতা থেকে তার ভক্তরা ব্যতিক্রমি কাণ্ড ঘটিয়েছিলেন। জন্মদিনে নিশোর সাথে প্রায় এক ঘণ্টা যুক্ত ছিলেন অ্যানজেলা হ্যালসোনা, পূজা সাহা, রূপসা চ্যাটার্জি, ইমতি, কথাকলি ঘোষ ও সোহম চক্রবর্তী।

বাংলা নাটকের গ্রুপের একজন ছিলেন রূপসা চ্যাটার্জি । জন্মদিনে তিনি নিশোকে ভিডিও কলে বলেছিলেন, ‘আমি আপনার ডাইহার্ট ফ্যান কি না, জানি না। এতটুকু জানি, উঠতে, বসতে, খেতে, ঘুমাতে সবখানেই নিশোকে দেখি আমি।’। নিশোর সেই ভক্ত রুপসা আর বেঁচে নেই। শুক্রবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন রূপসা। খবরটি নিশ্চিত করে দুপুরে রূপসার স্বামী অজয় কুমার চ্যাটার্জি তাঁর ফেসবুক টাইমলাইনে রূপসার ছবি দিয়ে অনেক কান্নার ইমোতে লিখেছেন, ‘সি ইজ নো মোর।’

- Advertisement -

জানা গেছে, বাংলাদেশের ফেসবুকে বাংলা নাটকের গ্রুপে নিয়মিত নিতি পোস্ট করতেন। নিয়মিতই নিশোর ছবি আপ করতেন, নিশোর নাটকের প্রশংসা করে স্ট্যাটাস দিতেন। গতকাল একটি পোস্ট করেন রুপসা। ক্যাপশনে লেখেন, ‘তাহলে কি ‘সিন্ডিকেট’ আসছে? অধীর অপেক্ষায় আছি আমরা।’

মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে, ক্যান্সার আক্রান্ত ছিলেন রুপসা। বৃহস্পতিবার রাতে ব্রেন হ্যামারেজ হয়ে বিছানা থেকে পড়ে যান। রাতে তাকে হাসপাতালে নিলে শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় ভক্তের মৃত্যুর খবর জানতে পেরে, নিশো বলেন, ‘মৃত্যু বেদনাদায়ক। আমার কাজ উনি পছন্দ করতেন, এ কারণে আমার নামটি ট্যাটু করে সঙ্গে রাখতে চেয়েছিলেন। তিনি আমাকে কলকাতাতেই যেতে বলেছিলেন। যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু করোনা আর সিডিউল জটিলতার কারণে সেখানে যাওয়া হয়নি। আর যখন যাব তখন আর তার সাথে দেখা হবে না। এজন্য আরো খারাপ লাগছে।’

নিশো জানান, কলকাতা গেলে অবশ্য তার পরিবারের সাথে দেখা করে আসবেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles