8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে রক্ত জমাট বাধার ঘটনা বাড়ছে

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে রক্ত জমাট বাধার ঘটনা বাড়ছে
একটি ভ্যাকসিন ক্লিনিক পরিদর্শনে প্রধানমন্ত্রী ট্রুডোছবি পিএম অফিস

অন্টারিওতে এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বাধার আটটি ঘটনা জানা গেছে। ডা. ডেভিড উইলিয়ামস বলেন, অন্য ভ্যাকসিন বিশেষ করে ফাইজারের ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাড়তি সতর্ক হিসেবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আপাতত বন্ধ রাখার মতো অবস্থায় আছে অন্টারিও। সংক্রমণের নিম্নমুখী প্রবণতাও এ সিদ্ধান্তের আরও একটি কারণ।

উল্লেখ্য, রক্ত জমাট বাধার ঘটনা বাড়তে থাকায় অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের ভ্যাকসিন প্রয়োগ আপাতত বন্ধ রেখেছে অন্টারিও সরকার। মঙ্গলবার বিকালে তড়িঘড়ি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন অন্টারিও জনস্বাস্থ্য বিভাগের চিফ মেডিকেল অফিসার ডা. ডেভিড উইলিয়ামস।

- Advertisement -

তিনি বলেন, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ব্যাপারে প্রাপ্ত নতুন উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই উপাত্তে দেখা গেছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কারণে সৃষ্ট থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিয়ার (ভিআইটিটি) ঘটনা প্রাথমিক ধারণার চেয়ে অনেক বেশি। ১ লাখ ২৫ হাজারে নয় প্রতি ৬০ হাজার জনের মধ্যে একজনের ক্ষেত্রে রক্ত জমাট বাধার ঘটনা ঘটছে।

ডা. ডেভিড উইলিয়ামস বলেন, এটা এমন নয় যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ঝুঁকি অসম্ভব বেড়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে এটা মারাত্মক হচ্ছে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আমরা ভ্যাকসিনটির প্রথম ডোজের প্রয়োগ আপাতত বন্ধ রাখছি।

হেলথ প্রোটেকশন অ্যান্ড ইমার্জেন্সি প্রিপেয়ারডনেসের প্রধান কর্মকর্তা ডা. জেসিকা হপকিন্স এক সংবাদ সম্মেলনে বলেন, অন্টারিওতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বর্তমানে নি¤œমুখী। অন্যদিকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রয়োগ বন্ধ করাটা যৌক্তিক। কারণ, ভিআইটিটির ঝুঁকিকে খাটো করে দেখার সুযোগ নেই।

- Advertisement -

Related Articles

Latest Articles