-0 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চীনসহ বিদেশি সরকারের অর্থনৈতিক স্বার্থ কানাডিয়ানদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে

চীনসহ বিদেশি সরকারের অর্থনৈতিক স্বার্থ কানাডিয়ানদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে

চীন ও রাশিয়া তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে কিভাবে কানাডিয়ানদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে আগেই তার একটা রূপরেখা দেখিয়েছিলেন সিএসআইসের পরিচালক ডেভিড ভিনোল্ট। গণ বক্তৃতায় তিনি বলেছিলেন, চীনের হুমকিটা আসছে সেখানকার সরকারের কাছ থেকে, জনগণের কাছ থেকে নয়। এবার এর উপর ভিত্তি করে চীনসহ বিদেশি সরকারের হুমকি বা নিপীড়নের মুখে থাকা নাগরিকদের প্রতি রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) সহায়তা আরও বাড়ানো উচিত বলে মনে করেন কমিশনার ব্রেন্ডা লুকি। ব্রিটিশ কলাম্বিয়ায় বসবাসরত হংকংপন্থী কর্মীরা অনলাইনে হুমকি পাওয়ার কথা জানানোর পর কানাডা-চীন সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটিতে এ মন্তব্য করেন তিনি। লুকি বলেন, যদিও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এমন তথ্য জানানোর জন্য আরসিএমপির ১-৮০০ নাম্বার আছে, তারপরও ভূক্তভোগীদের সঙ্গে তাদের যোগাযোগ আরও বাড়ানো দরকার বলে মনে হয়। জনগণকে ভয়ভীতি দেখানোর কোনো ঘটনা আমাদের নজরে আনার সঙ্গে সঙ্গে আমরা তার পূর্ণাঙ্গ তদন্ত করছি। কেউ যদি ফৌজদারি কোনো বিধি লঙ্ঘন করেন সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ আনবো।

- Advertisement -

বিদেশি সরকারগুলোর তাদের আন্তর্জাতিক কমিউনিটির ওপর চাপ প্রয়োগ নতুন কিছু নয়। তবে কানাডার গুপ্তচর সংস্থা সরাসরিই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। খুব সম্প্রতি কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস) ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থা নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, কর্মীদের লক্ষবস্তুতে পরিণত করে কর্মসূচিটিকে কলুষিত করা হতে পারে।

সংসদের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স কমিটিও গত বছর এ ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করে। বিদেশি হস্তক্ষেপের অংশ হিসেবে কানাডায় অবস্থানকারী চীনের নাগরিকদের কিভাবে তারা ব্যবহার করছে প্রতিবেদনে তা দেখানো হয়।

কানাডা-চীন সম্পর্ক বিষয়ক সংসদীয় কমিটিতে সাক্ষ্য দিয়েছেন জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী বিল ব্লেয়ারও। কোনো বিদেশি সরকার সীমা লঙ্ঘন করলে কানাডা তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে বলে জানিয়ে দেন তিনি। বিল ব্লেয়ার বলেন, কোনো কানাডিয়ানকে ভীতি প্রদর্শণের লক্ষ্যে পরিণত করলে আমরা তাকে সব ধরনের সহায়তা দেব। তাদের যদি কোনো ধরনের সাহায্যের প্রয়োজন পড়ে তা দেওয়ার সামর্থ্য ও উপায় আমাদের আছে।

- Advertisement -

Related Articles

Latest Articles