8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ছবিটি নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হতে পারে

ছবিটি নিলামের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হতে পারে - the Bengali Times
ছবি সিএনএন

মার্কিন ভিজ্যুয়াল আর্টিস্ট ম্যান রে’র তোলা বিখ্যাত ছবি “লে ভায়োলন ডি’ইনগ্রেস” নিলামে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হতে যাচ্ছে। ১৯২৪ সালে সাদাকালো ছবিটি তোলেন এই পরাবাস্তববাদী শিল্পী, যেখানে একজন নগ্ন নারীর পিঠকে বেহালার রূপ দেওয়া হয়েছে। শনিবার সিএনএনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই মাস্টারপিসের মূল প্রিন্টকে ম্যান রে’র সবচেয়ে বিখ্যাত কাজ বলে ধরা হয়। আগামী মে মাসে ক্রিস্টি’জ নিলাম ঘরে ছবিটি ৫ থেকে ৭ মিলিয়ন ডলারের মধ্যে বিক্রি হতে পারে বলে আশা করা হচ্ছে।

- Advertisement -

নিলাম কর্তৃপক্ষ জানায়, নিলামের ইতিহাসে একক ছবির জন্য এটিই সর্বোচ্চ দর।

ক্রিস্টি’জ নিলাম ঘরের ফটোগ্রাফি বিভাগের প্রধান দ্যারিয়াস হিমস এক বিবৃতিতে ছবিটিকে ২০ শতকের সবচেয়ে আইকনিক কাজের একটি বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ‘এই বিভ্রান্তিকর পরাবাস্তববাদী ছবিটি ডার্করুমে খালি হাতে ওয়াশের মাধ্যমে ফুটিয়ে তোলার এক অন্যন্য নিদর্শন।’

দ্যারিয়াস হিমস আরও বলেন, ‘ছবিটি একইসঙ্গে রোমান্টিক, রহস্যময়, দুর্বোধ্য এবং কৌতুকপূর্ণ, যা প্রায় ১০০ বছর ধরে মানুষকে অভিভূত করে রেখেছে। ফটোগ্রাফিক কাজ হিসেবে এটি বাজারে অতুলনীয়।’

এর আগে, ২০১১ সালে জার্মান ফটোগ্রাফার আন্দ্রেয়াস গুরস্কির তোলা ছবি ‘রাইন ২’ ক্রিস্টি’জ নিলাম ঘরের নিলামে রেকর্ড ৪ দশমিক ৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles